X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে আবারও গোলাগুলি, এক ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ১৮:৩৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৩৩
image

ভারতীয় সেনা জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এছাড়া সোমবার পুঞ্চ এলাকায়ও পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, সোমবার সকাল নটা থেকে পুঞ্চ ও রাজৌরি জেলা লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের মেন্ধাম সেক্টরে ভারতীয় সেনা চৌকি ও লোকালয় টার্গেট করেছে পাকিস্তান। দুপুর থেকে হামলা শুরু হয় রাজৌরির বিভিন্ন এলাকাতেও। নিয়ন্ত্রণরেখা বরাবর মানকোট ও বালাকোট এলাকায় গুলিবর্ষণ চলছে, একইসঙ্গে চলছে মর্টার হামলা।
উল্লেখ্য, কাশ্মিরে ভারতের দমননীতি আর পাকিস্তান-সংশ্লিষ্ট জঙ্গি হানার পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে। এমন পরিস্থিতিতে ভারতের দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা-আত্মমর্যাদা আর দম্ভের প্রশ্ন হয়ে দাঁড়ায়।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনাদের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানি সেনারা ৬০ বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ভারত। ওইসময় থেকে এখন পর্যন্ত ৮ নিরাপত্তারক্ষীসহ ১১ জন ভারতীয় নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের প্রতিশোধমূলক হামলায় দুই সপ্তাহে ২০ জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!