X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন করে ‘মৃত’ ডাক্তার জানালেন তিনি জীবিত

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ১৯:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২০:০২

ডা. আর বি সিনহা ভারতের একজন চিকিৎসক সাংবাদিকদের নিজের চেম্বারে ডেকে জানিয়েছেন, তিনি জীবিত ও সুস্থ আছেন। গত এক সপ্তাহ ধরে দেশটিতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল হওয়া নিয়ে ডামাডোল চলছে। এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে যে, ওই চিকিৎসকের বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে এবং এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিহারের ছাপরা জেলার বাসিন্দা আর বি সিনহা বিবিসিকে জানান, ‘আমার মান-সম্মান সব নষ্ট করে দিয়েছে ওই গুজব।’

মঙ্গলবার স্থানীয় দুটি টিভি চ্যানেল এবং একটি নিউজ পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে, নোট বাতিল হওয়ার পরে সারা দেশেই যেভাবে আয়কর দফতর হানা দিচ্ছে, সে রকমই এক হানায় ডা. সিনহার বাড়ি থেকে লুকিয়ে রাখা ছয় কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর কর্মকর্তারা।

ওই চিকিৎসক জানান, ‘এটা সম্পূর্ণ মিথ্যা খবর। একটা চ্যানেল তো আমার বাড়ির সামনে রিপোর্টার আর ক্যামেরাম্যান পাঠিয়ে দিয়ে কিছু ছবিও তুলে নিয়ে যায়। তারপরেই গুজবটা সোশ্যাল মিডিয়া আর হোয়াটস্অ্যাপের বদৌলতে আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা জেলায়।’

আরও অবাক হওয়ার পালা বাকি ছিল ৬৫ বছর বয়সী ওই চিকিৎসকের। তার ভাষায়, ‘আয়কর বিভাগের হানা দেওয়ার খবরের পর গুজব কানে এল যে, আমি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছি। এই গুজব বন্ধ করতে আমার চেম্বারে একটা সংবাদ সম্মেলন ডেকে সবার সামনে আমাকে ঘোষণা করতে হলো যে, দেখ আমি মরিনি, বেঁচে আছি।’

তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিউজ পোর্টাল এবং স্থানীয় চ্যানেল দুটির কাছে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তার পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী নোট বাতিল হওয়ার কারণে গত এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রেই নোট বদলের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে অথবা অজানা ভবিষ্যতের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। কিন্তু প্রতিটি মৃত্যু আসলে ঠিক কী কারণে হয়েছে, তা যাচাই করা অনেকটা অসম্ভবের মতো। সূত্র: বিবিসি বাংলা। 

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ