X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর পাঁচ অজানা তথ্য

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৯:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২০:০৪
image

ডোনাল্ড ট্রাম্প ও ম্যাটিস ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, সেই অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস আর ১০জন সামরিক-কর্মকর্তার মতো নন। ‘ম্যাড ডগ’  নামে পরিচিত জেমস ম্যাটিস অন্য সামরিক ব্যক্তিত্বদের চেয়ে খানিকটা আলাদাই। ‘ধ্যানমগ্ন যোদ্ধা’ হিসেবেও পরিচিতি রয়েছে তার।  আফগান ও ইরাক আগ্রাসনে মার্কিন বাহিনীর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নৌ কর্মকর্তা। তবে মানুষকে গুলি করা আনন্দের; এমন মন্তব্য করে একবার ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি।
নিষ্ঠুর সামরিকতার জন্য যেমন তার পরিচিতি আছে, তেমনি উদার মনোভাবের জন্যও তিনি পরিচিত। ব্যক্তিগত জীবনেও স্বাতন্ত্র্য রয়েছে তার। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম হেভি.কম থেকে তার কয়েকটি অজানা তথ্য পাঠকের জন্য তুলে ধরা হলো।

বুশ ও ওবামা দুই প্রশাসনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন

বুশ ও ওবামা দুই প্রশাসনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস। ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি মার্কিন জয়েন্ট ফোর্সেস কম্যান্ডের দায়িত্বে ছিলেন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিনি মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। ওবামা তাকে সরিয়ে দিয়েছিলেন ২০১৩ সালে। গুঞ্জন রয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন সাবেক এই নৌ কর্মকর্তা। সে কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়।

সৈনিকদের সঙ্গে এক হয়ে সম্মুখ সমরে থাকতেন ম্যাটিস

পাসস্যের উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অবসারপ্রাপ্ত নৌকর্মকর্তা। ‘যোগ্য নেতৃত্ব’র জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। ম্যাটিস আফগান যুদ্ধের সময় আর সব শীর্ষ কর্মকর্তার মতো ঘরে বসে থাকতেন না। সৈনিকদের পেছনে থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করার বদলে তিনি মেরিনদের সঙ্গে সম্মুখ সমরে অংশ নিতেন। ফ্রন্ট লাইনে থাকতেন।

জেমস ম্যাটিস
বড়দিনে ছুটি নিতেন না ম্যাটিস

বড়দিনে ছুটি নিতেন না ম্যাটিস। তিনি তার অধস্তনদের বদলে ওইদিন দায়িত্ব পালন করতেন। ম্যাটিস বলতেন, তিনি এদিন কর্তব্যরত থেকে একজন অধ:স্তনকেও যদি বেশি ছুটি দিতে পারেন, তাহলে তার পক্ষে বড়দিনটি পরিবারের সঙ্গে কাটানো সম্ভব হবে।

পরিবারহীন ধ্যানমগ্ন যোদ্ধা ম্যাটিস

জেমস ম্যাটিস চিরকালই অবিবাহিত। তাই কোনও সন্তানও নেই তার। যুদ্ধই তার ধ্যানজ্ঞান ছিল। যুদ্ধবিদ্যা বিষয়ে বিপুল পরিমাণে পড়তেন ম্যাটিস, ভাবতেনও প্রচুর। ‘ওয়ারিয়র মংক’ কিংবা ‘ধ্যানমগ্ন যোদ্ধা’র পরিচিতি পেয়েছিলেন তিনি।

ওবামার বিরুদ্ধে ‘কৌশলগত ক্ষয়িষ্ণুতা’ 

ওবামা প্রশাসনের বিরুদ্ধে কৌশলগত ক্ষয়িষ্ণুতার অভিযোগ তুলেছিলেন তিনি।

মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু