X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কথিত বন্দুকযুদ্ধে ঝারখণ্ডে ৬ মাওবাদী নিহত

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২০:৪৯
image

ফাইল ছবি ভারতের পূর্বাঞ্চলীয় এক বনভূমিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এদের কাছে অনেক ভারী অস্ত্র ছিল বলে দাবি করেছে নিরাপত্তাসূত্র। ভারতীয় পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স-সিআরপিএফ এর ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় লাখতারের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আর অনেকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপারিন্টেনডেন্ট অনুপ বার্থার।

 পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতীয় পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের কোবরা টিম ঝারখণ্ডে মাওবাদীদের শক্তিশালী ঘাঁটিতে অভিযান পরিচালনা করছিলো। লাতেহার এলাকায় বুধবার তাদের তল্লাশি চলাকালে হামলার শিকার হয় তারা। পাল্টা গুলি চালোলে ওই ৬ মাওবাদী নিহত হয়।

এদিকে পুলিশ সুপারিন্টেনডেন্ট অনুপ বার্থারকে উদ্ধৃত করে এএফপি জানায়, ‘ওই এলাকায় ঘন বনভূমি রয়েছে। গত ১৫ বছর বা তার অনেক বেশী সময় ধরেই এটি মাওবাদী বিদ্রোহীদের একটি ঘাঁটি হিসেবে পরিচিত।’

অনুপ বলেন, ‘ঘটনাস্থলে প্রায় ৪৫-৫০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলে। পরে আমরা সেখান থেকে ছয় মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করেছি। তারা সকলে তাদের কালো রংয়ের সেনা ইউনিফর্মে ছিল।’  

একই পুলিশ কর্মকর্তা অনুপ বার্থারকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়,  নদীর পারে ২৫ জনের মতো মাওবাদী অবস্থান করছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে এদের অনেকে আহতও হয়।ঘটনাস্থল থেকে ছয়টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫শ’ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন অনুপ বার্থার।

উল্লেখ্য, মাওবাদী বিদ্রোহীরা সরকার উৎখাতে দশকের পর দশক ধরে যুদ্ধ করে আসলেও ২০১৪ সালের নির্বাচনে ডানপন্থী প্রধানমন্ত্রী হিসেবে মোদী দায়িত্ব নেয়ার পর থেকেই এ সংঘাতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। অক্টোবর মাসে ভারতীয় পুলিশের এক অভিযানে নিহত হয় ২৪ বিদ্রোহী। ৭০ দশকে পশ্চিমবঙ্গের নকশালবাড়ী চারু মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া নকশাল আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের ধারাবাহিকতায়  স্থানীয়ভাবে এই মাওবাদীরা নকশাল নামে পরিচিত।

/বিএ/

সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি