X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সিনেমা হলে জাতীয় সংগীত বাধ্যতামূলক: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫৪
image

সিনেমা হলে ছবি শুরু হওয়ার আগে অবশ্যই জাতীয় সংগীত বাজাতে হবে। এ সময়ে পর্দায় জাতীয় পতাকার ছবি দেখাতে হবে। জাতীয় সংগীত বাজানোর সময় সবাইকে দাঁড়াতে হবে। আর তখন হল থেকে বের হওয়ার দরজাও বন্ধ রাখতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ প্রদান করেন। 

ভারতের সর্বোচ্চ আদালত

বুধবার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, ‘যখন জাতীয় সংগীত বাজানো হবে, তখন সবাইকেই তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হবে। এটি দেশপ্রেম এবং জাতীয়তাবাদের প্রতি জনগণকে সমর্পিত করে।’

রায়ে আরও বলা হয়, ‘জনগণের সাংবিধানিক দেশপ্রেমের প্রতীক, জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রকাশের এখনই সময়।’

ওই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন শ্যাম নারায়ণ চোকসে। সিনেমা শুরুর আগে হলে জাতীয় সংগীত বাজানোর নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। একইসঙ্গে তিনি আবেদন করেন, বিভিন্ন অনুষ্ঠানে যেখানে সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা উপস্থিত থাকবেন, সেখানে যেন যথাযথ নিয়ম ও প্রোটোকল মেনে জাতীয় সংগীত গাওয়া হয়।

আবেদনকারীর আইনজীবী অভিনব শ্রীবাস্তব সুপ্রিম কোর্টে বলেন, জাতীয় সংগীতকে শ্রদ্ধা এবং সম্মান জানানো দরকার প্রত্যেক ভারতবাসীর। তিনি আবেদন জানান, জাতীয় সংগীতকে ব্যবসায়িক স্বার্থে যেন ব্যবহার না করা হয়। আর জাতীয় সংগীত গাওয়ার সময় মাঝে যেন বিরতি না থাকে। গাইলে তা সম্পূর্ণ করতে হবে। জাতীয় সংগীতকে ঠিকভাবে গাওয়া হয়নি দাবি করে তিনি বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। একটি এন্টারটেনমেন্ট শো-র কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংগীত গাওয়ার সময় পুরো বিষয়টি নাটকীয়ভাবে করা হয়েছিল। আবেদনকারীর আইনজীবীর বক্তব্যের পর সুপ্রিম কোর্ট তার রায় প্রদান করেন।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ বিষয়ে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ আদালতের এই রায় বিজ্ঞপ্তি আকারে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমেও এই নির্দেশ বিজ্ঞাপন আকারে ছাপা হবে।

প্রসঙ্গত, ১৯৬০-এর দশকে বিভিন্ন সিনেমা হলে ছবির শেষে জাতীয় সংগীত বাজানো হতো। তবে অনেক দর্শকই পুরো ছবি না দেখে ফিরে আসে, তাই অল্প সংখ্যক দর্শকই ওই জাতীয় সংগীতের সময় হলে উপস্থিত থাকতেন। তবে সাম্প্রতিক মাল্টিপ্লেক্স সিনেমা হলের যুগে জাতীয় সংগীত অনেক সিনেমা হলেই বাজানো হয় না বলে জানিয়েছে ভারতী সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে জাতীয় সংগীতের বিষয়ে কোনও কেন্দ্রীয় আইন নেই। তবে ২৯টি রাজ্যের এ নিয়ে নিজস্ব আইন রয়েছে। কিছু কিছু রাজ্যের সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো হয়। ২০০৩ সালে মহারাষ্ট্র সরকার প্রত্যেক সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক বলে ঘোষণা করে।

তবে সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর সময় সবাইকে দাঁড়াতে হবে এবং এসময় দরজা বন্ধ থাকবে, এমন ঘোষণায় আগে থেকেই বিতর্ক রয়েছে। গতবছর মাদ্রাজ হাই কোর্ট সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর সময় দাঁড়ানোটা বাধ্যতামূলক নয়।

সূত্র: এনডিটিভি।

/এসএ/

সম্পর্কিত
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
সর্বশেষ খবর
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা