X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গোপন ক্যামেরায় রোহিঙ্গাদের জনশূন্য পোড়া গ্রাম

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:২৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৫২

রাখাইন রাজ্যে বিবিসির এক প্রতিনিধি দেখা পেয়েছিলেন এই দুই রোহিঙ্গা নারীর। একজন জানিয়েছেন, তার স্বামীকে সেনারা হত্যা করেছে। অন্যজনের স্বামীকে ধরে নিয়ে গেছে।
ফেলে যাওয়া ফসলের ক্ষেত, জনশূন্য পোড়া গ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যই এখন চোখে পড়ে। গত দুই মাস ধরে সাংবাদিক অথবা সাহায্য সংস্থার কর্মীদের ওই অঞ্চলে যাওয়া নিষিদ্ধ। তবে বিবিসি একজন বার্মিজ নাগরিককে ক্যামেরা দিয়ে সেখানে পাঠিয়েছিল। তিনিই গোপনে ছবিগুলো তুলেছেন। দেখা পেয়েছিলেন অল্প যে কজন রোহিঙ্গা নারীর তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

বিবিসি'র হয়ে রাখাইন রাজ্যের একটি গ্রামের ছবি তুলেছেন ওই ব্যাক্তি যেখানে দুই মাস আগেও ছিল রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত একটি জনপদ। রোহিঙ্গারা চলে গেছে। গ্রামের ভেতর এখন বার্মিজ সৈন্য। রোহিঙ্গা গ্রামগুলোর ভেতরে দিয়ে কয়েক ঘণ্টা চলার পর কজন রোহিঙ্গা নারীর দেখা পেয়েছিলেন বিবিসির ওই প্রতিনিধি। সঙ্গে কয়েকটি শিশু। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এই নারীদের স্বামীরা কোথায়? এমন প্রশ্নে তাদের একজন উত্তর দেয় 'আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।' অন্য এক নারী জানান, তার স্বামীকে সেনারা ধরে নিয়ে গেছে।

গত কয়েক সপ্তাহে ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাস্তচ্যুত হয়েছে। জীবন ও সম্ভ্রম বাঁচাতে এদের একটা বড় অংশই বাংলাদেশে পালিয়ে এসেছেন।

ফুটেজে এক নারীকে বলতে শোনা গেছে তার কন্যা, পুত্রবধূ এবং বোনকে যৌন হেনস্তা করা হয়েছে।

কে করেছে ? প্রশ্ন করলে তিনি উত্তর দেন মিলিটারি। জানালেন, নিরাপত্তাজনিত কারণে শরীরের স্পর্শকাতর অংশে নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু সেই অর্থও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

জনশূন্য পোড়া একটি রোহিঙ্গা গ্রাম

ফুটেজে আরেক নারীকে বলতে শোনা যায়, ‘ঘর থেকে বের করে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেছে। একবার নয়। বারবার। আমরা চিৎকার করেছি। বাঁচাবার কেউ ছিল না।’

এই নারীরা যা বলছেন তা অবশ্য নিরপেক্ষভাবে তা যাচাই করা সম্ভব নয়। এই ফুটেজটি এসেছে লংডন নামে একটি গ্রাম থেকে। এ গ্রামের অন্যান্য সূত্র থেকেও হত্যা এবং ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রেঙ্গুন থেকে বিবিসির জোনা ফিশার জানান, বিদেশি কূটনীতিকদের মনোভাব দ্রুত বদলাচ্ছে। সংশয় সত্বেও এতদিন তারা অং সান সু চি’র বিপক্ষে কোনও কথা বলেননি। কিন্তু কূটনীতিকদের অনেকেই এখন বিস্মিত হচ্ছেন যে, রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সেনাবাহিনী এবং সু চি একই সুরে কথা বলছেন।

সু চি’র অফিস থেকে এখন নিয়মিত ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে, সেনাবাহিনী আইন মেনে কাজ করছে। কোনও নির্যাতন তারা করছে না। বরং রোহিঙ্গারাই তাদের বাড়িতে আগুন দিচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর ডেভিড ম্যাথিসন বিবিসিকে বলেন, মানবাধিকারের রক্ষক হিসাবে যে উঁচু অবস্থান তার ছিল, তা থেকে অং সান সু চি অনেকটাই সরে গেছেন। তার ভাষায়, ‘তিনি কঠোর একজন রাজনীতিবিদ যাকে নির্মম একটি রাজনৈতিক পরিবেশে কাজ করতে হচ্ছে। সেনাবাহিনীর মতো নির্মম একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে চলতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, যে মূল্যবোধ তিনি ধারণ করতেন, তাকে তিনি সরিয়ে রেখেছেন।’

সু চি অবশ্য চাপের ভেতর রয়েছেন। সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছেন। তবে তার প্রধান করা হয়েছে সিনিয়র একজন জেনারেলকে। ফলে ওই তদন্ত যে নিরপেক্ষ হবে; এমন সম্ভাবনা ক্ষীণ। আর সে কারণে রাখাইন রাজ্যে আসলে কি ঘটছে তার পুরো সত্য হয়তো কখনও জানা যাবে না। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই