X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আসাদ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে শান্তি আলোচনা হুমকিতে পড়বে: তুরস্ক

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ২০:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০০:০১

আসাদ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে শান্তি আলোচনা হুমকিতে পড়বে: তুরস্ক রাশিয়া ও তুরস্কের উদ্যোগে সিরিয়ার শান্তি আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আসাদ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে শান্তি আলোচনা হুমকিতে পড়বে। বুধবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র সঙ্গে আলাপকালে তিনি নিজের এমন আশঙ্কার কথা জানান।
আসাদ বাহিনীর হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য লেবাননের সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহ’র প্রতি দোষারোপ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

মেভলুত কাভুসোগলু বলেন, আমরা যদি যুদ্ধবিরতির এই ক্রমবর্ধমান লঙ্ঘন থামাতে না পারি তাহলে কাজাখাস্তানের আস্তানায় অনুষ্ঠিতব্য সিরীয় শান্তি আলোচনা ব্যর্থ হবে।

আসাদ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে শান্তি আলোচনা হুমকিতে পড়বে: তুরস্ক

এর আগে গত সোমবার সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘনের অভিযোগ করা হয়। এতে বলা হয়, যুদ্ধবিরতির মধ্যেই আসাদ সরকার ও তার মিত্ররা গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এটা অব্যাহত থাকলে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা সম্পর্কিত সব ধরনের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।

বিদ্যমান যুদ্ধবিরতি সফল হলে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে আস্তানায় চলতি মাসের শেষদিকে এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিদ্রোহীরা বলছে, আসাদ বাহিনীর অভিযানের মুখে রাশিয়া-তুরস্কের আহ্বানে অনুষ্ঠিতব্য এ আলোচনায় তারা নিজেদের অংশগ্রহণের প্রস্তুতি স্থগিত রেখেছে।

রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকে সিরিয়াজুড়ে এ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় আসাদ সরকার ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে সিরিয়াজুড়ে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছাড়া বাকি পক্ষগুলো এ অস্ত্রবিরতি কার্যকরে ভূমিকা রাখবে। তবে যেসব এলাকায় জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর লড়াই চলছে, সেগুলো যুদ্ধবিরতির আওতায় থাকবে।

আসাদ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে শান্তি আলোচনা হুমকিতে পড়বে: তুরস্ক

এ যুদ্ধবিরতির আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের কাজাখাস্তানে একত্রিত করতে সম্মত হয়েছে রাশিয়া ও তুরস্ক। আর দীর্ঘমেয়াদী এ সংঘাত নিরসনে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে কাজাখস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর নগরীর প্রান্তে অবস্থান করা বিদ্রোহীদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন অভিযান। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই জেলায় সরকারি বাহিনীর বিমান হামলায় প্রাণহানির শিকার হচ্ছে শিশুসহ বেসামরিক মানুষ।

জাতিসংঘের হিসাবে, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। আর ঘরছাড়া হয়েছেন কমপক্ষে এক কোটিরও বেশি মানুষ। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এমপি/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ