X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আরও ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে আসাম

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩২
image

বাংলাদেশ-ভারত সীমান্ত বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর আটক হওয়া বাংলাদেশিদের মধ্য থেকে আরও ১৭ জনকে ফেরত পাঠাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকার। সোমবার  আসামের করিমগঞ্জ সেক্টরের সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। গত বছর দক্ষিণ আসামের কর্তৃপক্ষ ১০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল।   

সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গত কয়েক বছরে ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের যে ৫৪ জন নাগরিক এতোদিন ভারতে আটক ছিল তাদের মধ্য থেকেই ১৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় ঘাটতি থাকায় ২০১৫ সাল পর্যন্ত তাদেরকে দক্ষিণ আসামের সিলচরের সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে দুই ধাপের আলোচনা শেষে এসব বন্দিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আসামের কাছাড়ের পুলিশ সুপার রওশন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আসাম ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে দুই দফায় আলোচনার পর ১৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে ভারতের করিমগঞ্জ সেক্টর দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের জন্য একটি বিল উত্থাপন করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর এ উদ্যোগের বিরোধিতা করে আসছে আসামের সরকারবিরোধী দল ও সংগঠনগুলো।

বিলটি উত্থাপনের ছয় মাসের মাথায় এবার ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলো। ১৭ জনের মধ্যে তিনজন হিন্দুও রয়েছেন। গত বছরের অক্টোবরে ১০ বাংলাদেশিকে দেশে ফেরত ফেরত পাঠিয়েছিল আসাম কর্তৃপক্ষ।

/এফইউ/

 

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ