X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চীনে পরিবেশ পুলিশ

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৬:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৬:২২
image

২০১৪ সালে দূষণবিরোধী যুদ্ধ ঘোষণা করে চীন ভয়াবহ পর্যায়ের বায়ুদূষণ ঠেকাতে আলাদা করে পরিবেশ পুলিশ গঠন করতে যাচ্ছে চীন। রাজধানী বেইজিং-এর বাসিন্দারা ২০১৭ সালের প্রথম সপ্তাহটিও প্রচণ্ডরকমের দূষণে পার করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বিশেষ এ পুলিশ দল মূলত বায়ুদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দূষণ রোধের কাজে মোতায়েন থাকবে। বেইজিং-এর ভারপ্রাপ্ত মেয়র সাই কি-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

বায়ুদূষণের কারণে প্রায়ই ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে পড়তে হচ্ছে বেইজিংবাসীকে। ২০১৫ সালে শহরটিতে দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার চেয়ে তা আট গুণ বেশি ছিল। ২০১৪ সাল থেকে দূষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চীন। কিন্তু তা বাস্তবায়ন করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। অনেকে দাবি করেছেন, দূষণকারীদের বিরুদ্ধে সরকারের নজরদারি জোরালো করালে দূষণ ঠেকানো যেতে পারে। এই প্রেক্ষাপটেই পরিবেশ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিলো বেইজিং।

শহরটির মেয়র সাই কি বলেন, ‘নতুন আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তায় রাস্তায় টহল দেবে, নিয়ম ভঙ্গ করে কেউ খোলা জায়গায় বারবিকিউ করছে কিনা, আবর্জনা পোড়াচ্ছে কিনা তা দেখবে এবং নোংরা রাস্তা খুঁজে বের করবে।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সাই কি আরও জানান, দেশটির সবশেষ কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করা হবে এবং চলতি বছর কয়লার ব্যবহার ৩০ শতাংশ কমানো হবে। বায়ুদূষণ ঠেকাতে ৫শটি কারখানা বন্ধ করে দেওয়া হবে এবং তিন লাখ পুরনো যানবাহন তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিস প্রজেক্টের'এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখেরও বেশি মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে। আর এসব প্রাণহানির বেশিরভাগই হচ্ছে ভারত ও চীনের মতো দ্রুত উন্নয়নশীল দেশগুলোতে। প্রতিবেদনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত ক্ষুদ্র কণা, কল-কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, কয়লাসহ বিভিন্ন ধরনের জ্বালানিকে বায়ু দূষণের জন্য দায়ী করা হয়েছে। তবে বায়ু দূষণের জন্য দায়ী মূল উপাদানটি দেশভেদে ভিন্ন হয়ে থাকতে পারে বলে জানান গবেষকরা।

প্রতিবেদনে বলা হয়, অপুষ্টি, মুটিয়ে যাওয়া, মাদকাসক্তি এবং অনিরাপদ যৌন মিলনের চেয়েও বায়ু দূষণ বেশি ঝুঁকিপূর্ণ। দূষিত বায়ুর শহরে বসবাসের কারণে হৃদযন্ত্রের বিভিন্ন রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাস-প্রশ্বাসে সমস্য এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন গবেষকরা।




২০১৩ সালের তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনে বলা হয়,প্রতি বছর চীনে প্রায় ১৬ লাখ এবং ভারতে ১৩ লাখের কাছাকাছি মানুষ মারা যায়। চীনে বায়ু দূষণের মূল কারণ হিসেবে কয়লা পোড়ানোর কথা উল্লেখ করা হয়। 

/এফইউ/



 

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত