X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৯০ দিনের মধ্যে রুশ হ্যাকিং-এর পূর্ণাঙ্গ প্রতিবেদন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের আবারও কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এ বিষয়ে ৯০ দিনের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে তার টিম।

এর আগে বৃহস্পতিবার টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, রুশ গোয়েন্দাদের কাছে তার ব্যক্তিগত তথ্য থাকার দাবির ঘটনায় মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার নিন্দা জানিয়েছেন। ব্যক্তিগতভাবে ট্রাম্পের কাছে ফোন করে তিনি এ নিন্দা জানান বলে দাবি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের।

বুধবার সন্ধ্যায় ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান জেমস ক্ল্যাপার জানান, রাশিয়ার কাছে ট্রাম্পের ডোশিয়ার থাকার বিষয়টি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো কোনও সিদ্ধান্ত নেয়নি।

রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের স্পর্শকাতর তথ্য নিয়ে একটি ডোশিয়ার তৈরি করেছে- মার্কিন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নতুন উত্তেজনা শুরু হয়। ট্রাম্প এ দাবিকে ভুয়া ও কাল্পনিক বলে দাবি করেছেন। প্রথম সংবাদ সম্মেলনেও ভুয়া খবর প্রকাশে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

ট্রাম্প দাবি করেছিলেন, গোয়েন্দা সংস্থাগুলোই এমন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছে। তবে ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন গোয়েন্দা প্রধান।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চার প্রধান গোয়েন্দা সংস্থার প্রধানরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়ার হ্যাকিংজনিত যে গোপন প্রতিবেদন উপস্থাপন করেছেন তার মধ্যে ট্রাম্পের সঙ্গে রুশ গোয়েন্দাদের আপোসেরও অভিযোগ রয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট এবং তার ব্যক্তিগত জীবনের 'স্পর্শকাতর' কিছু তথ্য ধামাচাপা দিয়েছিলেন রুশ গোয়েন্দারা।

ট্রাম্পকে নিয়ে রাশিয়ার কাছে ‘স্পর্শকাতর তথ্য’ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ অভিযোগকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ট্রাম্পের তথ্য গোপন রাখার অভিযোগ অস্বীকার করেছে। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এ অভিযোগটি ‘সাজানো’। সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এমন অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সূত্র: টুইটার, বিবিসি।

/এএ/এমপি/

সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে