X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের পানিচুক্তি

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৭, ১০:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১০:১৬
image

পানি সংকটে রয়েছেন দামেস্কের ৫৫ লাখ মানুষ সিরিয়ার রাজধানী দামেস্কে পানি সরবরাহ নিয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বিদ্রোহীদের। ওই এলাকার পানি সরবরাহ ব্যবস্থাপনা ধসে পড়ায় প্রায় ৫৫ লাখ মানুষ পানি সংকটে রয়েছেন।  

এর আগে বিদ্রোহীরা এমন কোনও চুক্তির কথা নাকচ করে দিলেও শুক্রবার দামেস্কের গভর্নর আলা ইব্রাহিম তা নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-ও চুক্তির কথা নিশ্চিত করেছে।

ইখবারিয়া টেলিভিশন চ্যানেলকে গভর্নর জানিয়েছেন, প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ব্যবস্থাটি মেরামতের জন্য ইতোমধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত আইন আল-ফিজা নামক স্থানে প্রবেশ করেছেন।

আলা ইব্রাহিম বলেন, ‘আমরা আইন আল-ফিজা থেকে সামরিক অভিযান স্থগিত করেছি। আর সেখানে বিদ্রোহীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আগামী তিনদিনের মধ্যেই পাইপলাইন মেরামত করা সম্ভব হবে। আগামীকালের মধ্যে দামেস্কে পানি পৌঁছানোর জন্য দ্রুততার সঙ্গে কাজ করা হবে।’

গত ৩০ ডিসেম্বর রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের অস্ত্রবিরতি চুক্তি হলেও দামেস্কের ১৫ কিলোমিটার উত্তর-পশিমাঞ্চলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

গত ২২ ডিসেম্বর থেকে দামেস্কে পানি সরবরাহ বন্ধ রয়েছে। জাতিসংঘের হিসেবমতে, সংঘর্ষে সেখানকার পানি সরবরাহ ব্যবস্থা ধসে পড়ায় প্রচণ্ড পানি সংকটে পড়েন দামেস্কের প্রায় ৫৫ লাখ মানুষ।    

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তারা শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত আইন আল-ফিজায় জাতীয় পতাকাও উড়তে দেখেছেন।

উল্লেখ্য, ওয়াদি বারাদা নামে দামেস্কের উপকণ্ঠের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে সরবরাহের প্রধান পানিক্ষেত্রটি অবস্থিত। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দামেস্কের ওয়াদি বারাদাসহ কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।    

এদিকে, সিরিয়া সরকার এবং বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা কাজাখস্তানের রাজধানী আস্তানায় আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বুধবার নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?