X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অপরাধে ভারতে মার্কিন নাগরিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০২:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০২:৪৩

গ্রেফতার

ভারতের হায়দরাবাদে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিকের ল্যাপটপ ও আইফোনে বিপুল পরিমাণ পর্নো ছবি ও ভিডিও পাওয়া গেছে এবং এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।

বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়, মার্কিন ওই নাগরিক মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতার হওয়া ব্যক্তি নিউ জার্সির বাসিন্দা এ তথ্য নিশ্চিত করলেও ভারতের মার্কিন দূতাবাস তার ব্যাপারে গণমাধ্যমে কোনও তথ্য দিতে রাজি হয়নি।

গ্রেফতার হওয়া ৪২ বছর বয়সী ওই মার্কিন নাগরিক ২০১২ সাল থেকে হায়দরাবাদের একটি বহুজাতিক আইনি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত সোমবার ইন্টারপোলের পাঠানো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শহরটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানিমূলক কিছু ছবি ও ভিডিওর লিংকসহ একটি আইপি অ্যাড্রেস ইন্টারপোল থেকে পাঠানো হলে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

তেলাঙ্গানা রাজ্যের রাজধানী হয়দরাবাদে সাইবার অপরাধ দমনের বিশেষ দায়িত্বে নিয়োজিত এসপি উককালাম রামা মোহন জানান, অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে জানিয়েছে, অনলাইনে এ ধরনের ছবি প্রকাশের ঘটনায় তিনি অনুতপ্ত।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেফতার মার্কিন নাগরিকের ল্যাপটপ ও আই ফোনে হাজার হাজার অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। অনেক বছর ধরেই সে এসব ছবি ও ভিডিও সংরক্ষণ করছিল।

ওই রাজ্যের সিআইডি পুলিশের ইন্সপেক্টর জেনারেল সৌম্য মিশ্র জানিয়েছেন, পুলিশ ওই ব্যক্তির সংগ্রহে থাকা বিপুল পরিমাণ অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করেছে এবং কোনও শিশু তার মাধ্যমে পাচার হয়ে গেছে কিনা সে ব্যাপারে ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে।

/টিএন/

সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা