X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতি সত্ত্বেও পারিবারিক ব্যবসা ছাড়েননি ইভানকা

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪৯

বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইভানকা ট্রাম্প বাবা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইভানকা ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরিবারিক ব্যবসা থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু কথা রাখেননি ইভানকা। পরিবারের ব্যবসা থেকে এখনও সম্পূর্ণরূপে সরে যাননি তিনি।
ব্রিটিশ অনলাইন পত্রিক ইন্ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পারিবারিক ব্যবসা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্যবসায়িক স্বার্থের সঙ্গে যেন প্রেসিডেন্ট পদের কোনও সাংঘর্ষিক অবস্থান তৈরি না হয়, সে কারণেই ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাকে অনুসরণ করেই পারিবারিক ব্যবসা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মেয়ে ইভানকা ট্রাম্পও।
ওই সময় ইভানকা ফেসবুকে লিখেছিলেন, ‘ট্রাম্প অর্গানাইজেশন এবং আমার নিজের নামে গড়ে তোলা পোশাক ও অ্যাকসেসরিজ ব্যবসা থেকে আমি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেবো। দুই কোম্পানির কোনোটির ব্যবস্থাপনা বা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকব না আমি।’
ওই ঘোষণা সত্ত্বেও ট্রাম্পের বেশ কয়েকটি ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছেন ইভানকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা প্রোপাবলিকার এক গবেষণা অনুযায়ী, ট্রাম্প অর্গানাইজেশনের বেশ কয়েকটি হোটেলের ব্যবস্থাপক হিসেবে এখনও রয়েছে ইভানকার নাম। এর মধ্যে রয়েছে ট্রাম্প সোহো হোটেল। এছাড়া, ইলিনয়ের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ও শিকাগোর ট্রাম্প টাওয়ারের অ্যালকোহলের লাইসেন্সের দায়ও এখনও ইভানকার ওপরেই রয়েছে। ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত নথিপত্র থেকেই এই তথ্য জানিয়েছে প্রোপাবলিকা।
তবে ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান আইনজীবী অ্যালান গার্টেন জানিয়েছেন, ইভানকা প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করেছেন এবং ৩ ফেব্রুয়ারি থেকেই তিনি সব ধরনের ব্যবসায়িক স্বার্থ থেকে অব্যাহতি নেবেন।
প্রোপাবলিকা বলছে, প্রাইভেট কোম্পানি হিসেবে ট্রাম্প অর্গানাইজেশনের সব তথ্য জানা সম্ভব নয়। ফলে ইভানকা প্রকৃতপক্ষে এসব ব্যবসা থেকে কতটা সরে দাঁড়াবেন, তা সঠিকভাবে জানাটা কঠিন হবে।
এদিকে, মার্কিন পণ্য বিক্রেতা নর্ডস্ট্রম বিক্রি কমে যাওয়ায় তাদের পণ্য তালিকা থেকে ইভানকা’র পোশাক বাদ দেওয়ার ঘোষণা দিলে তা নিয়ে নর্ডস্ট্রমকে একহাত নেন ট্রাম্প। ট্রাম্পের এই আচরণ তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে ব্যবসায়িক স্বার্থকে আলাদা করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছে। যদিও হোয়াইট হাউসে ট্রাম্পের উপদেষ্টা কেলিয়েন কনওয়ে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থানেরই সমর্থন জানিয়েছেন। তিনি নিজেও ইভানকার ব্র্যান্ডের পোশাক কেনার পরামর্শ দিয়েছেন।
এ নিয়ে বিতর্কও পিছু ছাড়ছে না। শেষ পর্যন্ত ইভানকা তার প্রতিশ্রুতি অনুযায়ী পারিবারিক ব্যবসা ছাড়েন কিনা, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন-

ফাতেমার জন্য যেভাবে খুলে গেল মার্কিন 'মানবতার নিষিদ্ধ দরজা'

শরণার্থীদের কেউ কেউ নিশ্চিতভাবেই সন্ত্রাসী: বাশার আল আসাদ

/টিআর/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ