X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শরণার্থীদের কেউ কেউ নিশ্চিতভাবেই সন্ত্রাসী: বাশার আল আসাদ

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৯

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, শরণার্থীদের মধ্যে কেউ কেউ ‘নিশ্চিতভাবেই’ সন্ত্রাসী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সিরিয়ার শরণার্থীদের প্রবেশের যে নিষেধাজ্ঞা জারি করেছেন তাকে ‘আমেরিকার নিজস্ব বিষয়’ হিসেবে অভিহিত করেছেন তিনি। ইয়াহু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসাদ।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার প্রেসিডেন্টের ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করেছে ইয়াহু নিউজ। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের কার্যালয়ে সাক্ষাৎকারটি নেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই দেশগুলোর মধ্যে সিরিয়াও রয়েছে। দেশটিতে পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের কারণে প্রায় ৪৮ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। এ প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা সম্পর্কে সাক্ষাৎকারে বাশার আল আসাদের কাছে জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি বলেন, ‘এটা আমেরিকার নিজস্ব বিষয়।’ এ সিদ্ধান্তে তিনি কোনও পক্ষ অবলম্বন করবেন না বলেও জানান।
সিরিয়া থেকে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে কিনা জানতে চাইলে ইয়াহু নিউজকে আসাদ বলেন, ‘নিশ্চিতভাবেই তাদের কেউ কেউ সন্ত্রাসী।’ তিনি আরও বলেন, ‘ওইসব সন্ত্রাসীরা সিরিয়াতে মেশিনগান হাতে নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ হত্যা করে। তারা ইউরোপ বা পশ্চিমের দেশগুলোতে শান্তিপ্রিয় শরণার্থীরূপে হাজির হয়।’
শরণার্থীদের মধ্যে এমন সন্ত্রাসীদের সংখ্যা কত, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি আসাদ। তবে তিনি বলেন, ‘নৃশংসতা চালানোর জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না।’ এ প্রসঙ্গে আসাদ টুইন টাওয়ারে হামলার উদাহরণ টেনে বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানরত লাখ লাখ অভিবাসীদের মধ্যে হয়তো ২০ জন ওই হামলায় অংশ নিয়েছিল। তাই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। তারা কেমন বা তাদের অভিপ্রায় কী, সেটাই মুখ্য বিষয়।’
বিভিন্ন দেশে অবস্থারত সিরিয়ান শরণার্থীদের ভবিষ্যৎ প্রসঙ্গে আসাদ বলেন, ‘আমার কাছে ওইসব নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে আনাটাই অগ্রাধিকার পাবে, তাদের অভিবাসনে ঠেলে দেওয়া নয়।’

আরও পড়ুন-

ফাতেমার জন্য যেভাবে খুলে গেল মার্কিন 'মানবতার নিষিদ্ধ দরজা'

ব্রেক্সিট আলোচনা শুরুর সময় ইউরোপ সফর করবেন লন্ডনের মেয়র

/টিআর/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ