X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ব্লাসফেমি পরবর্তী গভর্নর নিয়োগে ভোট দিচ্ছে জাকার্তা

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০
image

আঞ্চলিক নির্বাচনে ভোট দিচ্ছে ইন্দোনেশীয়রা নতুন গভর্নর নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাসিন্দারা। ভারপ্রাপ্ত গভর্নর বাসুকি জাহাজা পুরনামা ওরফে অহোকের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ ওঠার পর এ নির্বাচন আয়োজিত হয়। পুরনামা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একটা বড় সময় ধরে পুরনামাকে সম্ভাব্য বিজয়ী ভাবা হলেও তার বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর জাকার্তার বাসিন্দারা বিভাজিত হয়ে পড়েছেন। 
জাকার্তার এ নির্বাচনকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার জন্য একটি ধর্মীয় সহিষ্ণুতার পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির প্রায় ৮৫ শতাংশ মানুষই মুসলিম। কিন্তু দেশটি আনুষ্ঠানিকভাবে ছয়টি ধর্মকে সম্মান প্রদর্শন করে থাকে। ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে অহোক বা পুরনামা হলেন প্রথম খ্রিস্টান ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধি যিনি জাকার্তার নেতা হিসেবে দায়িত্ব নেন। এবারের নির্বাচনের জন্যও প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি।
ভোটের প্রস্তুতি
গভর্নর পদের জন্য পুরনামার এটি প্রথম নির্বাচনি লড়াই। এর আগে ২০১৪ সালে তখনকার গভর্নর জোকো উইদাদো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার ফাঁকাস্থান পূরণ করেছিলেন পুরনামা। তবে তখন ভোটগ্রহণ ছাড়াই উপ-গভর্নরের পদ থেকে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করতে বিরোধীরা কোরআনকে ব্যবহার করছিল বলে অহোকের পক্ষ থেকে অভিযোগ তোলার পরই ধর্মীয় অবমাননার অভিযোগে অভিযুক্ত হন তিনি।

তবে ২০১৬ সালের শেষ নাগাদ ধর্ম অবমাননার অভিযোগ ওটার আগ পর্যন্ত তাকেই বিজয়ী বলে মনে করা হচ্ছিল। ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসেবেও ভাবা হতো তাকে।

/এফইউ/বিএ/

 

 

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী