X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লাহোরের বিস্ফোরণকে জঙ্গি হামলা বলছে কর্তৃপক্ষ, ২০ কেজি ওজনের বোমার ব্যবহার

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৫
image

লাহোরের বিস্ফোরণকে জঙ্গি হামলা বলছে কর্তৃপক্ষ, ২০ কেজি ওজনের বোমার ব্যবহার পাকিস্তানের লাহোরের সামরিক এলাকার বিস্ফোরণকে প্রথমে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বলা হলেও পরে একে বোমা হামলা বলে স্বীকার করেছে পাঞ্জাবের নিরাপত্তা কর্তৃপক্ষ। পাঞ্জাবের সন্ত্রাসবাদবিরোধী বিভাগ জানিয়েছে, ওই বিস্ফোরণে ২০ থেকে ২৫ কেজি ওজনের বোমা ব্যবহৃত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর থেকে এসব কথা জানা গেছে। ওই বিস্ফোরণে নিজস্ব সূত্রে ৯ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক ডন।

দেশটির সেনাবাহিনী দেশব্যপী সন্ত্রাসবাদবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এই হামলা হলো। হামলায় ২১ জনের আহত হওয়ার খবর দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে ডন বলছে আহতের সংখ্যা ২০ জন। ধারণা করা যাচ্ছে, আহত ২১ তম ব্যক্তির নিহত হওয়ার তথ্য পেয়েছে ডন। পাঞ্জাবের সন্ত্রাসবাদবিরোধী উইনিট জানিয়েছে, কোনও ভবনের অভ্যন্তরে বোমা পুতে রাখা হয়েছিল জঙ্গি কার্যক্রমের অংশ হিসেবে। বোমাটির ওজন ২০ থেকে ২৫ কেজি হতে পারে বলে জানিয়েছে তারা।

পাঞ্জাবের প্রাদেশিক পুলিশের মুখপাত্র নায়েব হায়দার ওয়াই ব্লকের বোমা হামলা সম্পর্কে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ওয়াই ব্লকে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এইচবিএল, টনি অ্যান্ড গাই, গ্লোরিয়া জিনস, বম্বে চটপটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে রয়েছে।

কর্মকর্তারা জানান, লাহোরের একটি আবাসিক এলাকার পাশে অবস্থিত ওই বাজারটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। সেখানে থাকা বাড়ি, ব্যাংক ও দোকানগুলোও ঘিরে রাখা হয়েছে এবং কাউকে ঢুকতে বা বেরতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার ডনের খবরে জানা গেছে, গুলবার্গ এলাকার কাছে আরেকটি বিস্ফোরণ হয়েছে। দ্বিতীয় এই বিস্ফোরণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অবশ্য আইনমন্ত্রী রানা সানাউল্লাহ গুলবার্গ বিস্ফোরণের খবর অস্বীকার করেছেন।

সম্প্রতি পাকিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত ১৭ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশে একটি সুফি মাজারে আত্মঘাতী হামলায় ৯০ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। ওই হামলার পর পাকিস্তান জুড়ে বিশেষ করে সিন্ধু প্রদেশ এবং আফগান সীমান্তে অভিযানে শতাধিক জঙ্গি নিহত হওয়ার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

/বিএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ