X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ২৩:৪৯আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২৩:৫৯

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর তরফে আল কায়েদার ওপর এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে অন্তত আটজন আল কায়েদা সদস্য নিহত হয়েছে। তবে বেসামরিক স্থাপনাও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে নারী এবং শিশুরাও আহত হয়েছেন। ৩ মার্চ ২০১৭ শুক্রবার রাতে ডজনখানেক হামলায় অংশ নেয় মার্কিন জঙ্গিবিমান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উপজাতীয় এলাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এএফপি জানিয়েছে, আল কায়েদা কমান্ডার সাদ আতেফ-এর বাড়িতেও হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এতে আট আল কায়েদা সদস্য নিহত হয়েছে।

শাবওয়া প্রদেশের ওয়াদি ইয়াশবুম গ্রামেও বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বেসামরিক ঘরবাড়িতেও বিমান হামলা চালানো হয়েছে; এতে অনেকে আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনে অন্তত ২০ দফা বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। কর্মকর্তারা জানান, এসব হামলায় সন্দেহভাজন অন্তত ১২ আল কায়েদা সদস্য নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেও অংশ নেয় মার্কিন সেনারা। তাদের সুরক্ষা নিশ্চিত করতে ওপর থেকে টহল দেয় মার্কিন ড্রোন ও অ্যাপাচে হেলিকপ্টার। অন্তত দুটি স্থানে আল কায়েদা সদস্যদের সঙ্গে তাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। এরমধ্যে প্রথমটি দেড় ঘণ্টা এবং দ্বিতীয় সংঘর্ষটি আধাঘণ্টার মতো স্থায়ী হয়।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা শুক্রবার ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন। তবে তাদের একজন স্থল হামলা চালানোর খবর অস্বীকার করেছেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

আরও পড়তে পারেন: 
জাতীয় নিরাপত্তার অজুহাতে মধ্যপ্রাচ্য দখলের পাঁয়তারা ট্রাম্পের!

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা