X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে বিকলাঙ্গ ভারতীয় অধ্যাপকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১০:২৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১০:২৯
image

মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে বিকলাঙ্গ ভারতীয় অধ্যাপকের যাবজ্জীবন কারাদণ্ড মাওবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শারীরিকভাবে  দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এন সাইবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের এক আদালত। একই অভিযোগে নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং একজন প্রাক্তন সাংবাদিকসহ আরও ৫ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, ২০১৪ সালে দিল্লি ইউনির্ভাসিটির অধ্যাপক জি এন সাইবাবাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ।  একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভিনদেশী বেশকিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সাইবাবার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে তাদের হাতে। সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন হেম মিশ্র নামে নেহরু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রশান্ত রাহি নামের একজন প্রাক্তন সাংবাদিকও রয়েছেন সাজাপ্রাপ্তদের তালিকায়। বাড়িতে তল্লাশি চালিয়ে মাওবাদী নথিপত্র, হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ উদ্ধার হওয়ায় ২০১৩-এ গ্রেফতার হন হেম ও প্রশান্ত। সেই সূত্র ধরেই পরের বছর মে মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইবাবাকে। পরে শারীরিক কারণে জামিন পেয়ে যান ওই অধ্যাপক।

আদালত সূত্রের বরাত দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত আরও ৫ জনের সঙ্গে সাইবাবারও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আদালতের দাবি, দেশদ্রোহের অভিযোগে ইউএপিএ-র ১৩, ১৮, ২০, ৩৮ এবং ৩৯ নম্বর ধারায় সাজা হয়েছে সাইবাবা এবং তাঁর সহযোগীদের।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রশান্ত সতিনাথন আদালতের শুনানি চলাকালে বলেন, দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন ওই অধ্যাপক। ২০১২ সালে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশে নিষিদ্ধ একটি মাওবাদী সংগঠনের সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। সতিনাথনের যুক্তি, শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি এমন কাজে যুক্ত ছিলেন যার কারণে বহু মানুষের প্রাণহানী হয়েছে। অতএব প্রতিবন্ধী হলেও আদালত তাকে দেওয়া শাস্তির পরিমাণ কমাবে না।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি সুরাকান্ত সিন্ধে তাদের বিরুদ্ধে মাওবাদ সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানান। অভিযুক্তরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে রত ছিল বলেও দাবি করেন তিনি।

/বিএ/

সম্পর্কিত
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
সর্বশেষ খবর
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা