X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গতবছর চীনে দুর্নীতির মামলা বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৫:০১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:০৩
image

চাও জিয়ানমিং চীনে দুর্নীতিবিরোধী অভিযান চলমান থাকায় গতবছর আদালতে নথিভুক্ত দুর্নীতি মামলার সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। রবিবার দেশটির এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ‘চীনে দুর্নীতির ভিত্তি অনেক শক্ত। তাই এই অভিযান চলমান থাকতেই হবে।’

উল্লেখ্য, চার বছর আগে প্রেসিডেন্টের ক্ষমতায় আসা শি জিনপিং প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দুর্নীতির অভিযোগ বাড়তে থাকায়, তা দেশটির ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টিকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগে কমিউনিস্ট পার্টি ও সরকারের বেশ কয়েকজন ক্ষমতাবান ও ধনী ব্যক্তির কারাদণ্ড হয়েছে। এদের মধ্যে সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ঝৌ ইয়ংকাংও রয়েছেন।

দেশটির পার্লামেন্ট চীনা ন্যাশনাল কংগ্রেসে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে প্রধান বিচারপতি ঝৌ কিয়াং জানান, ২০১৬ সালে প্রায় ৪৫ হাজার দুর্নীতির অভিযোগ নথিভুক্ত হয়েছে, যেখানে এসব দুর্নীতিতে ৬৩ হাজার মানুষের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলায় কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, বা কতজনের কারাদণ্ড হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

জ্যেষ্ঠ আইনজীবী চাও জিয়ানমিং জানান, তাদের দুর্নীতিবিরোধী পদক্ষেপ দুর্বল হয়ে পড়বে না। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান থেকে আমরা সরে আসব না।’

২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুর্নীতির নথিভুক্ত অভিযোগ প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালে চীনে জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ প্রভৃতি অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে আদালতে অভিযুক্ত করা হয়। ২০১৪ সালের তুলনায় যা প্রায় দ্বিগুণ।

সূত্র: রয়টার্স।

/এসএ/ 

সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা