X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সিদ্ধান্তে অটল নেতানইয়াহু

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ০৩:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৩:৪২
image

দখলকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সিদ্ধান্তে অটল নেতানইয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বলেছেন, পশ্চিম তীরে বসতি স্থাপনের ব্যাপারে তিনি এখনো পূর্ব ঘোষিত সিদ্ধান্তে অটল রয়েছেন। দুই দশকের মধ্যে প্রথমবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি গড়ে তোলা হবে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জেসন গ্রিনব্লাটের মঙ্গে বৈঠকের কিছুক্ষণ আগেই একথা জানান তিনি। তিনি বলেন, এই ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসতে পারবে তারা।

নেতানইয়াহু বলেন, অ্যামেনার বাসিন্দাদের বলছি, আমি আপনাদের ওয়াদা করেছিলাম নতুন বসতি তৈরির। আমি এখনো সেই কথাতেই অটল আছি।’ এই বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এর আগে ৭ ফেব্রুয়ারি দখলকৃত পশ্চিম তীরে স্থাপিত ইসরায়েলি বসতি সম্প্রসারণকে বৈধতা দিয়ে একটি বিতর্কিত বিল পাস করে ইসরায়েলি পার্লামেন্ট। এ আইনের আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানার জমিতে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের চার হাজার বাড়িঘর তৈরিকে বৈধতা দেওয়া হবে। ক্ষতিপূরণ হিসেবে ফিলিস্তিনি জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি দেওয়ার কথা বলা হয়েছে।

বিতর্কিত এ বিলটি পাসের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিলটি পাসের পরই এর নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।তাদের অভিযোগ এই আইন পাসের মাধ্যমে ইসরায়েলিরা তাদের জমি চুরিকে বৈধ করলো। এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে কোনও রাজনৈতিক ফয়সালার পথকে রুদ্ধ করে দেবে বলেও সতর্ক করেছে তারা।।

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই নরম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনে বসতি স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা ও চাপকেও উপেক্ষা করছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বসতিতে নতুন করে ঘর-বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। 

সূত্র: মিডল ইস্ট আই

/এমএইচ

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ