X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসএফ-এর গুলিতে নারীসহ ৩ ভারতীয় আদিবাসী নিহত

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৫:২৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:২৭
image

বিএসএফ-এর গুলিতে নারীসহ ৩ ভারতীয় আদিবাসী নিহত দক্ষিণ ত্রিপুরায় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক নারীসহ তিন আদিবাসী নিহত হয়েছেন। তারা সবাই ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে সে দেশের সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিএসএফের গুলিতে হতাহতদের শনাক্ত করা হয়েছে। নিহত তিনজন হলেন – পরাকুমার (৪০), মন কুমার (৩০) এবং স্বরলক্ষ্মী (৪০)। আহতরা হলেন – সুনীল কুমার (৪৭) এবং জীবন কুমার (২২)।বিএসএফ আরও দাবি করছে, তাদের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। সেই সঙ্গে তারা ১০টি গরু আটক করেছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিএসএফের মহাপরিচালককে এই ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএফের দাবি, সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা এই হত্যাকাণ্ডের নেপথ্যে একজন আদিবাসী নারীকে বিএসএফ কর্তৃক যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএফের ভাষ্যমতে, প্রায় ৩০-৪০ জনের একটি দল শুক্রবার গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের ৩১ নম্বর ব্যাটালিয়নের দুই রক্ষী ওই কথিত পাচারকারীদের বাধা দিলে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে। প্রথমে শূন্যে দুই রাউন্ড গুলি চালান বিএসএফ সদস্যরা,কিন্তু পরে নিজেদের প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হন।

প্রসঙ্গত ২০১১ সালে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাচারকারী ও অবৈধপথে সীমান্ত পার হওয়া মানুষদের ক্ষেত্রে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার না করার চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির ফলে গত কয়েক বছর ধরে সীমান্তে নিহতের ঘটনা কমে আসে। তবে ২০১৫ সালের এপ্রিলে সীমান্ত সফরকালে রাজনাথ সিং দাবি করেছিলেন গরু চোলাচালান ৯০ শতাংশ কমিয়ে আনবেন। 

বিএসএফ সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস সে সময় জানায়, গরু আটকের চাইতে পাচারকারীদের প্রতি বিএসএফের আক্রমণাত্মক মনোভাবের কারণেই পাচার কমে এসেছে। দুই হাজার রুপির বিনিময়ে পাচারকারীরা সীমান্ত দিয়ে গরু পাচার করে। এ অল্প টাকার জন্য এখন অনেকেই জীবনের ঝুঁকি নিতে চায় না।

বাংলাদেশে মাংস খাতের একটা বড় অংশই আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আর এর প্রায় ৯০ শতাংশই অবৈধ পথে আসে বলে মনে করা হয়। এসব গরুর একটা বড় অংশ পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট থেকে উত্তর প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উত্তর প্রদেশে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসায় তা আরও কষ্টকর হয়ে উঠতে পারে।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?