X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে’

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৭, ১০:৪৪আপডেট : ২২ মার্চ ২০১৭, ১০:৪৪
image






‘উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে’ চলতি মাসে উ. কোরিয়া পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।


ওয়ানসন শহরের পূর্ব উপকূল থেকে সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে তারা ঠিক কতোগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা নিশ্চিত নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মাসের শুরুতে জাপান সাগরকে লক্ষ্য করে ৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। ৫টি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা বলা হয়েছে উ. কোরিয়ার পক্ষ থেকে। তবে ওয়াশিংটনভিত্তিক সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রতিষ্ঠানের ধারণা, উত্তর কোরিয়ার দশটিরও বেশি ওয়ারহেড রয়েছে।
দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কতোগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেগুলো ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অন্তত একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ হওয়ার কথা নিশ্চিত করেছে।
জাতিসংঘ উ. কোরিয়ার যে কোনও ধরনের ক্ষেপণাত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তা সত্ত্বেও দুরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে তারা। বিশেষজ্ঞরা বলছে, এইসব পরীক্ষা উ. কোরিয়াকে একটি অগ্রগতিশীল ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে।
সম্প্রতি উ্ত্তর কোরিয়ার রকেট ইঞ্জিন পরীক্ষা তাদের ইঞ্জিন ফাংশনে ‘অর্থবহুল’ অগ্রগতি প্রকাশ করে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লি জিন-উ এই কথা বলেন। তিনি বলেন, ‘এই পরীক্ষায় দেখা গেছে ইঞ্জিনের কার্যক্রম অনেক উন্নতি লাভ করেছে। তবে এর সম্ভাব্য পরিণতি ও ব্যবহার জানতে আরও গবেষণা প্রয়োজন।
বেইজিং-এর গ্রেট হল অব দ্য পিপল-এ শি জিনপিং ও টিলারসনের মধ্যকার সাম্প্রতিক বৈঠকে বিবাদপূর্ণ ইস্যুগুলোকে একপাশে রেখে উত্তর কোরিয়া ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে সমঝোতার কথা জানিয়েছে ওয়াশিংটন ও বেইজিং।
/বিএ/

 

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড