X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ২১:৫১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:০১

অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মস্কোতে নিজ দল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তারা অ্যালেক্সেই নাভালনি’কে গ্রেফতার থেকে পুলিশকে নিবৃত্ত করার ব্যর্থ চেষ্টা চালান।

মানবাধিকার সংগঠন ওভিডি ইনফো বলছে, মস্কোতে অন্তত ১৩০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর পিপার স্প্রে বা মরিচের গুঁড়া নিক্ষেপ করে পুলিশ। মস্কোর বাইরে রাশিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। গ্রেফতার হন অনেকে।

মস্কোয় কয়েক হাজার মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রবিবারের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও পতন কামনা করেন। বিক্ষোভকালে মস্কোর রাজপথে ‘পুতিনের পতন হোক’, ‘পুতিন-মুক্ত রাশিয়া চাই’ প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

গ্রেফতারের পর টুইটারে দেওয়া এক পোস্টে আন্দোলন অব্যাহত রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সেই নাভালনি। এতে তিনি বলেন, ‘ভাইয়েরা, আমি ভালো আছি। আমাকে মুক্ত করতে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের প্রধান উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মস্কোর রাজপথে অবস্থান করে আপনারা এই আন্দোলন চালিয়ে যান।’

রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সুপরিচিত। ইতোপূর্বে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারান। ফলে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছেন। তবে অ্যালেক্সেই নাভালনি বলছেন, রাজনৈতিক বিবেচনায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা