X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
সম্ভাব্য রাসায়নিক হামলা

আহতদের বাঁচাতে মরিয়া সিরীয় ডাক্তাররা, বিশ্বনেতাদের তীব্র নিন্দা

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ১৭:২১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:৫৪
image

আহতদের বাঁচাতে মরিয়া সিরীয় ডাক্তাররা, বিশ্বনেতাদের তীব্র নিন্দা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ইদলিবে বিমান থেকে চালানো সম্ভাব্য রাসায়নিক গ্যাস হামলার পর ইদলিব প্রদেশের হাসপাতালগুলোতে দেখা গেছে উপছে পড়া ভীড়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আহতদের বাঁচাতে প্রাণপন লড়ে যাচ্ছেন সিরীয় ডাক্তাররা। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বসংস্থা জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা।

একজন স্থানীয় স্বাস্থ্যকর্মী আলজাজিরাকে জানিয়েছেন, বিষাক্ত রাসায়নিক গ্যাসের হামলার পর বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের হাসপাতালগুলোতে জায়গা কুলোচ্ছে না আহত মানুষদের।

মঙ্গলবার সকালের ওই হামলার পর বুধবার ইদলিবের মুখ্য স্বাস্থ্য পরিচালক মুনজির খলিল বলেন, ‘ক্রমাগত হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।’ মুনজির খলিল জানান, ‘আমরা এখনও পর্যন্ত ৭৪ জন নিহত মানুষের ব্যাপারে জানতে পেরেছি। কিন্তু হাসপাতালগুলোর তথ্যে ১০৭ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নিখোঁজরাও নিহত হয়েছেন বলে আমরা ধারণা করছি।’  

সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে, সম্প্রতি চালানো হামলায় অন্তত ১১টি শিশু শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

আহতদের বাঁচাতে মরিয়া সিরীয় ডাক্তাররা, বিশ্বনেতাদের তীব্র নিন্দা

ওই রাসায়নিক হামলার ঘটনা সামনে আসার পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। বুধবার অনুষ্ঠিতব্য ওই বৈঠকে ৭০টি দাতা দেশের মধ্যে সিরিয়ায় মানবিক সমস্যা নিয়ে ‘আলোচনা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাসায়নিক হামলার তদন্তে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই পরিষ্কার যে, এক স্থিতিশীল সিরিয়ায় আসাদের কোনও স্থান নেই। আমি সব তৃতীয় পক্ষকে আসাদের কাছ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা এই অশান্তি আজীবন চলতে দিতে পারি না।’

ব্রিটেনের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট জানিয়েছেন, ‘এই ঘটনাটি সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভীষণ খারাপ সংবাদ।’ তিনি আরও বলেন, ‘এর আগে যারা ভেটো দিয়ে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে দেননি, এখন আশা করি তারা সেই অবস্থান থেকে সরে আসবেন।’

এর আগে এ ঘটনাকে ‘জঘণ্য’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বের সভ্য মানুষের সমাজে তা গ্রহণযোগ্য হতে পারে না।’ তবে ওই বিবৃতিতে তিনি ওই হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর দায় চাপিয়ে বলেছেন, পূর্ববর্তী প্রশাসনের দুর্বলতা ও সমাধানহীনতারই প্রতিফলন হলো এই হামলা। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘এই ভয়াবহ অবস্থা থেকে বোঝা যায়, বাশার আল-আসাদ কতোটা নৃশংসভাবে ক্ষমতা চর্চা করে থাকেন।’ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘আবারও একবার সিরিয়ার সরকার গণহত্যায় তাদের অংশগ্রহণ অস্বীকার করছে।’

আহতদের বাঁচাতে মরিয়া সিরীয় ডাক্তাররা, বিশ্বনেতাদের তীব্র নিন্দা

এ ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-মার্ক আয়রাল্ট বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া এ ধরনের কর্মকাণ্ডের মুখে দাঁড়িয়ে আমি সবাইকে আহ্বান জানাব, তারা যেন দায়িত্ব থেকে সরে না আসে। এ কথাটি মাথায় রেখে আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক আহ্বান করছি।’

মেডিক্যাল সূত্রকে উদ্ধৃত করে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হামলার কারণে অনেকের শ্বাসরুদ্ধ হয়, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন, কারও কারও আবার মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। ওই মেডিক্যাল সূত্র জানিয়েছে, এটি রাসায়নিক গ্যাস হামলা ছিল বলে আলামত মিলেছে।

এর আগেও তিনবার জাতিসংঘের তদন্তে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠে এসেছে সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে তারা ধারাবাহিকভাবে ওই ‘রাসায়নিক হামলা’ চালানোর কথা অস্বীকার করেছে।

এক বিবৃতিতে সিরিয়ায় জাতিসংঘ তদন্ত কমিশন বলছে, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার, বা চিকিৎসা ব্যবস্থায় হামলা চালানো যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকেই সামনে তুলে ধরে।’

ইউরৈপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কূটনীতিক ফেদেরিকা মোগেরিনি বলেন, ‘অবশ্যই এই হামলার প্রাথমিক দায়-দায়িত্ব ক্ষমতাসীন সরকারের। কারণ তারা জনগণকে রক্ষার দায়িত্বও গ্রহণ করেছে। যা পালন করতে তারা ব্যর্থ হয়েছে।’

এর আগে দামেস্কের কাছে অবস্থিত ঘৌতা এলাকার সম্ভাব্য রাসায়নিক হামলায় প্রায় এক হাজার ৩০০ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় জাতিসংঘের তদন্তকারী জেরি স্মিথ জানিয়েছেন, ‘২০১৩ সালের হামলারই প্রতিধ্বনি দেখা গেছে এবারের হামলায়।’ তখন বিষাক্ত সেরিন গ্যাস দিয়ে হামলা চালানো হয়েছিল।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক