X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিদেশি শ্রমিকদের ভিসায় কঠোরতা আনছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ১২:২১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:০০
image

ডোনাল্ড ট্রাম্প বিদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা আনছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষ শ্রমিকদের কাজে নিয়োগের ক্ষেত্রে মার্কিন ভিসা কর্মসূচি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দক্ষতাপূর্ণ কাজে বিদেশিদের নিয়োগ নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। ‘মার্কিন পণ্য ক্রয় ও মার্কিনিদের নিয়োগ করার লক্ষ্যে’ মঙ্গলবার এ আদেশ জারি করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশায় স্ন্যাপ অনলাইনের সদরদফতর সফরকালে ট্রাম্প ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় মার্কিন অভিবাসন পক্রিয়ায় সংস্কার ও দেশে উৎপাদিত পণ্য কিনতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে  ট্রাম্প এ নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন।

মার্কিন অর্থনীতিকে আরও গতিশীল করার দাবিতে এর আগে ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ জারি করলেও তার আইনি বৈধতা প্রশ্নের মুখে পড়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ওই নির্বাহী আদেশে বিদেশি শ্রমিকের যুক্তরাষ্ট্রে কাজ করার ক্ষেত্রে সব আইন কড়াকড়িভাবে পালনের কথা বলা হবে।’ মার্কিন দক্ষ শ্রমিকদের বেশি মজুরি দিতে হওয়ায়, অল্প মজুরিতে বিদেশি শ্রমিকদের নিয়োগ করা হয়। নির্বাহী আদেশে বিদেশি শ্রমিকদেরও বেশি মজুরিতে নিয়োগের কথা বলা হবে বলে ওই কর্মকর্তা জানান।

এই নির্বাহী আদেশে শ্রম, আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিভাগে প্রয়োজনীয় সংস্কার এনে সবচেয়ে দক্ষ ও সবচেয়ে বেশি মজুরির এইচ-১বি ভিসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, নির্বাহী আদেশে মার্কিন অভিবাসন ব্যবস্থায় ‘ভুয়া’ শ্রমিকদের খুঁজে বের করার নির্দেশও দেওয়া হবে ওই ফেডারেল বিভাগগুলোকে।

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর এ সময়ে এইচ-১বি ভিসার সংখ্যা ছিল দুই লাখ ৩৬ হাজার। চলতি বছরে তা নেমে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে