X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিরোধীদলীয় নেতার অর্থ-কেলেঙ্কারি আড়ালের দায়ে ইকুয়েডরের ৭ মিডিয়াকে জরিমানা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ২১:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২১:৪৬
image

ইকুয়েডরের পত্রিকা বিরোধী দলীয় নেতার অর্থ কেলেঙ্কারির অভিযোগ আড়াল করার দায়ে ৭ মিডিয়া প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ইকুয়েডর। দেশটির সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘সুপারকম’ বলছে, ওই ৭ মিডিয়ার ভূমিকা জনস্বার্থবিরোধী। তাদেরকে ৩,৭৫০ ডলার সমমূল্যের জরিমানা করেছে সুপারকম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ জরিমানা ১০ জন সাংবাদিকের মূল বেতনের সমপরিমাণ।

বিবিসি বলছে, একটি অনুসন্ধানী প্রতিবেদন আড়াল করায় এই জরিমানা করা হয়েছে। বিরোধীদলীয় রাজনীতিবিদ ও সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পরাজিত প্রার্থী গিলারমো লাসোর অফশোর ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে প্রতিবেদনটি করা হয়েছিল। গত মার্চে আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যমে সর্বপ্রথম ‘লাসো: দ্য অফশোর টাইকুন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। লাতিন আমেরিকা জুড়ে সাড়া ফেলে দেয় আলোচিত ওই প্রতিবেদন।

২ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন লাসো। প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে স্বভাবতই ইকুয়েডরের শীর্ষ সংবাদমাধ্যমগুলো এ সংক্রান্ত খবর প্রকাশ করে। তবে ওই সাতটি প্রতিষ্ঠান প্রতিবেদনটিকে ব্ল্যাক আউট করে। তাদের ভূমিকাকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে জরিমানা করেছে সুপারকম। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করাটা সংবাদমাধ্যমের দায়িত্ব বলে উল্লেখ করে পর্যবেক্ষক প্রতিষ্ঠানটি।

জরিমানার আওতায় পড়া সাতটি সংবাদমাধ্যমের মধ্যে চারটি সংবাদপত্র এবং তিনটি টেলিভিশন চ্যানেল। সংবাদপত্রগুলো হলো- এল কমার্শিও, লা হোরা, এক্সপ্রেসো এবং এল ইউনিভারসো। আর টেলিভিশন চ্যানেল হলো-টেলিভিসেনট্রো, টেলিঅ্যামাজোনাস এবং ইকুয়েভিসা।

জরিমানা প্রসঙ্গে সুপারকমের সুপারিন্টেনডেন্ট কার্লোস ওচোয়া বলেন, এতে যেমন ওই সংবাদপ্রতিষ্ঠানগুলো সাজা ভোগ করবে, তেমনি করে এতে সাংবাদিকতা চর্চার উন্নয়নও ত্বরান্বিত হবে।

অবশ্য সুপারকমের ওই আদেশের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছে সংবাদমাধ্যমগুলো। সাজাকে অযৌক্তিক দাবি করে এল ইউনিভারসো সংবাদপত্রের আইনজীবী বিবিসিকে বলেন, এ সাজা বাতিলে সব ধরনের প্রশাসনিক ও বিচারিক পথ খোঁজা হচ্ছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ