X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে বিপাকে ইভানকা

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ২১:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:০৫

ইভানকা ট্রাম্প জি-২০ উইমেন্স সামিটে যোগ দিতে বর্তমানে জার্মানি সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার হওয়ার পর দেশের বাইরে এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর। আর এ সফরেই নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে বিপাকে পড়েছেন ইভানকা ট্রাম্প।

সামিটে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা লাগার্দসহ জি-২০ ভুক্ত দেশগুলোর প্রভাবশালী নারীদের সঙ্গে প্যানেল আলোচনায় অংশ নেন ইভানকা ট্রাম্প। এ আলোচনায় তারা মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে উৎসাহমূলক বক্তব্য রাখেন। তবে নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণে শ্রোতাদের তোপের মুখে পড়েন ইভানকা।

বক্তব্যের এক পর্যায়ে ইভানকা ট্রাম্প বলেন, তার বাবার কক্ষ ছিল পরিবারে নারীদের অধিকারের প্রতি সমর্থন প্রদানকারী একটি কক্ষ। তিনি তাদের সাফল্য এনে দিতে সক্ষম। এটা একটা অসাধারণ ব্যাপার। ট্রাম্পকন্যার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্যানেল আলোচনার দর্শকরা।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণাকালে নিজের নারীবিদ্বেষী এক অডিও ফাঁস হয়ে গেলে ব্যাপক তোপের মুখে পড়তে হয় ট্রাম্পকে। 

জি-২০ উইমেন্স সামিটের প্যানেল আলোচনায় ইভানকা ট্রাম্প বলেন, আমি নিজেও সংবাদমাধ্যমগুলোতে তার (ডোনাল্ড ট্রাম্প) সমালোচনামূলক কথাবার্তা শুনেছি।

গত ১০ বছরে ট্রাম্পের প্রতিষ্ঠানে হাজার হাজার নারীর নিয়োগের ব্যাপারে অবশ্য কিছু বলেননি মেলানিয়া। ট্রাম্পকন্যা বলেন, বাবা আমাকে উৎসাহিত করেছিলেন। তিনি আমাকে সমৃদ্ধ হতে সক্ষম করে তুলেছিলেন। আমি একটি ঘরে গড়ে উঠেছি; যেখানে অর্জনের পথে কোনও প্রতিবন্ধকতা ছিল না।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইভানকা ট্রাম্প। জি-২০ উইমেন্স সামিট ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডে তার বলিষ্ঠ উপস্থিতি দেখা গেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের যুক্তরাষ্ট্র সফরের সময় আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রটোকল ভেঙে অংশ নেন ইভানকা।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের অবৈতনিক সহকারী হিসেবে হোয়াইট হাউসে কর্মরত রয়েছেন ইভানকা ট্রাম্প। সাধারণভাবে মনে করা হয়, ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী ক্ষেত্রে ভূমিকা রয়েছে ইভানকা’র। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!