X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সাক্ষাৎকারে উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ০৯:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১২:৩১
image

রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে সরে না আসলে দেশটির সঙ্গে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ‘কূটনৈতিক সমাধান’ চান বলেও উল্লেখ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

৪২ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চাই।’ তবে বিশাল সামরিক সংঘাতের সম্ভাবনা যে রয়েছে, সে আভাসও তিনি দিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

এদিকে, শুক্রবার উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষা চালালে চীন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন।  

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করে তার ব্যাপক প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে বেশ ‘ভালোই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তিনি তার সামর্থের শেষ পর্যন্ত এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। চীনা প্রেসিডেন্ট কোনও সংঘাত দেখতে চান না।’  

উল্লেখ্য, উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই চীন রণতরীটি জলে নামিয়েছে।

এদিকে, নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’   

/এসএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ