X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

থাড মোতায়েনের জন্য দ. কোরিয়াকে ১ বিলিয়ন ডলার দিতে হবে!

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১০:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১০:২৯
image

হোয়াইট হাউসে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পুরো খরচ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দক্ষিণ কোরিয়াকে বলেছি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের খরচ তাদেরই দেওয়া উচিত। এর খরচ প্রায় ১ বিলিয়ন ডলার। এটা অসাধারণ, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ফেলে দেয়।’

দক্ষিণ কোরিয়ার আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী মুন জা ইনের এক মুখপাত্র জানান, ট্রাম্পের এ পরামর্শ রক্ষা করা অসম্ভব। কারণ মার্কিন সেনাবাহিনীই এটি পরিচালনা করছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি ওই থাড সিস্টেমের মূল্য প্রায় ১.২ বিলিয়ন ডলার। তবে মার্কিন কর্তৃপক্ষ তা দক্ষিণ কোরিয়ার কাছে বিক্রি করবে না বলেও তিনি জানান।

ট্রাম্প ওই সাক্ষাৎকারে সিউলের সঙ্গে বাণিজ্য ঘাটতির বিষয়টি উল্লেখ করে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করার কথাও বলেছেন। তিনি শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স (থাড)-এ ব্যবহৃত রাডার ও অন্যান্য সরঞ্জাম মোতায়েন করার জন্য ছয়টি ট্রেইলারে করে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সেউনজু এলাকার একটি গলফ খেলার মাঠে নেওয়া হয়। যন্ত্রপাতি পরিবহন করার সময়ে বিক্ষোভকারীরা তাতে বাধা দেন। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

মুন জা ইনের মুখপাত্র জানান, মার্কিনিদের থাড মোতায়েনের অনুমতি দিয়ে জনগণের মতামত এবং যথাযথ প্রক্রিয়াকে উপেক্ষা করা হয়েছে। যদি ক্ষমতায় মুন আসেন তবে তিনি এটি বাতিল করবেন বলেও ওই মুখপাত্র জানান। আগামী ৯ মে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।   

মোতায়েন করা হচ্ছে থাড

৪২ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আমরা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চাই।’ তবে বিশাল সামরিক সংঘাতের সম্ভাবনা যে রয়েছে, সে আভাসও তিনি দিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

এদিকে, শুক্রবার উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষা চালালে চীন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন।  

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করে তার ব্যাপক প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে বেশ ‘ভালোই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তিনি তার সামর্থের শেষ পর্যন্ত এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। চীনা প্রেসিডেন্ট কোনও সংঘাত দেখতে চান না।’  

উল্লেখ্য, উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই চীন রণতরীটি জলে নামিয়েছে।

এদিকে, নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’   

/এসএ/

সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা