X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক সহিংসতার মাঝে আগাম নির্বাচনের দাবি ভেনেজুয়েলার বিরোধী নেতার

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৪:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৫:০১
image

হেনরিকে কাপ্রিলেস (মাঝে) ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হেনরিকে কাপ্রিলেস আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশটির চলমান রাজনৈতিক সংকট নিরসনে এ দাবি জানান।

কাপ্রিলেসের অভিযোগ, বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার জনগণকে নিপীড়ন করছেন। তিনি বলেন, ‘মাদুরো আর কতোদিন জনগণকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করবেন? আমার মনে হয় না, তা তিনি বেশিদিন চালিয়ে যেতে পারবেন।’

কাপ্রিলেস আরও বলেন, ‘সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য যা করছে, তা নিপীড়ন, তীবত নিপীড়ন, যা আমাদের সংবিধান ও মানবাধিকারকে লঙ্ঘন করে।’

তিনি দাবি করেন, মাদুরোর পক্ষে মাত্র ২০ শতাংশের সমর্থন রয়েছে। কাপ্রিলেস আরও দাবি করেন, চলতি মাসে প্রায় ৩০ জন মানুষ রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন। আর এ সহিংসতা বন্ধ করতে আগাম নির্বাচন দরকার। এ ছাড়া তার সমর্থকরা রাজপথ ছাড়বে না বলেও তিনি উল্লেখ করেন। কাপ্রিলেস ২০১৮ সালের শেষ নাগাদ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।  

২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাপ্রিলেসকে হারিয়ে জয়ী হন নিকোলাস মাদুরো। চলতি মাসে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্রিলেসকে মিরান্দা রাজ্যের গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার দাবি এ বহিষ্কারাদেশ ‘অসাংবিধানিক’।

গত ২৯ মার্চ বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের ক্ষমতা সুপ্রিম কোর্ট নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর তিনদিন পর ওই রায় পরিবর্তন হলেও সংঘর্ষ থামানো যায়নি।

বিরোধী নেতারা অভিযোগ করছেন, সরকার ‘সশস্ত্র লুটেরাদের’ পাঠাচ্ছে তাদের সম্পদ লুট করার জন্য। বিরোধী দলের নেতারা মাদুরোকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অপরদিকে, মাদুরো বলছেন, বিরোধীরা শক্তি প্রয়োগ করে তার সরকারের পতন ঘটাতে চাইছে। চলমান বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলেও উল্লেখ করেছেন মাদুরো।

ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে মলোটোভ ককটেল বা পেট্রল বোমা নিক্ষেপ করছেন।

দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গত চার সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। ২০১৪ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এটি।

/এসএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র