X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মধ্যস্থতায় কোরিয়া সংকট সমাধানের আহ্বান পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ০৯:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০৯:৩৮
image

পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডে কোরিয়া উপদ্বীপে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নরওয়ের কথাও প্রস্তাব করেছেন। মিসর সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোপ সতর্ক করে বলেছেন, ‘কোরিয়া সংকট নিরসন না হলে বিশ্বের একটা বড় অংশের মানবতা বিপন্ন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘কোরিয়ার পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার কূটনৈতিক সমাধান হতে হবে।’

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর সহায়তায় কোরিয়া সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন পোপ। তিনি বলেন, ‘বিশ্বে বহু সাহায্যকারী রয়েছে। এখানে অনেক মধ্যস্থতাকারীও রয়েছে। উদাহরণ হিসেবে নরওয়ের কথাই বলা যেতে পারে। তারা সাহায্যের জন্য সবসময় প্রস্তুত রয়েছে।’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

স্থানীয় সময় শনিবার ভোরে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে একটি মধ্যপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরই পোপ কোরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন।

এদিকে, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান গত মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’

/এসএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী