X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সীমান্তে নয়, স্ত্রী মেলানিয়ার সঙ্গেই দেয়াল ট্রাম্পের!

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৭, ১৮:০০আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:৩৬

ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যম জনপ্রিয় মাধ্যম টুইটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরাও নিয়মিত এ সাইটটি ব্যবহার করেন। তবে গত মঙ্গলবার এক টুইটে মেলানিয়া ট্রাম্পের রিঅ্যাক্টের পর আলোচনায় উঠে আসে ওই টুইটের বিষয়বস্তু। টুইটটি করেছিলেন অ্যান্ডি অস্ট্রয় নামের এক বামপন্থী ব্লগার। এতে গত জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে অভিষেক মুহূর্তের একটি গিফ ইমেজ যুক্ত করা হয়েছে। ওই গিফে দেখা যয়, হাস্যেজ্জ্বল মেলানিয়ার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প। এতে মুহূর্তেই মলিন হয়ে পড়ে মেলানিয়ার চেহারা। টুইটের টেক্সট অপশনে লেখা হয়েছে, দৃশ্যত ডোনাল্ড ট্রাম্প তার একমাত্র দেয়ালটি গড়ে তুলেছেন মেলানিয়া ট্রাম্পের সঙ্গে। এ পোস্টটি করার কিছু সময় পর তাতে ‘ফেভারিট’ রিঅ্যাক্ট করেন মেলানিয়া ট্রাম্প। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এমন রিঅ্যাক্ট জন্ম দেয় নতুন আলোচনার। আর সমালোচকরা বলতে শুরু করেন, মেক্সিকো সীমান্তে নয়; বরং স্ত্রী মেলানিয়ার সঙ্গেই দেয়াল তুলেছেন ট্রাম্প।

ব্লগার অ্যান্ডি অস্ট্রয় প্রথমেই বিশ্বাসই করতে পারেননি খোদ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার পোস্টে ‘ফেভারিট’ রিঅ্যাক্ট করেছেন। তিনি ভেবেছিলেন হয়তো একই নামে অন্য কেউ এই রিঅ্যাক্ট করেছে; যে আসল মেলানিয়া নয়। সেই ফেইক মেলানিয়ার কাছ থেকেই হয়তো তিনি নোটিফিকেশন পেয়েছেন। এরপর তিনি ওই নোটিফিকেশনের একটি স্ক্রিনশট টুইটারে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আমার মনে হয় এটা ফার্স্ট লেডি’র আসল অ্যাকাউন্ট নয়।

স্ক্রিনশট দেওয়া পোস্টটিতে একজন সাংবাদিক জানতে চান, ফার্স্ট লেডি’র সঙ্গে তার কোনও ধরনের সম্পর্ক বা যোগাযোগ ছিল কিনা! উত্তরে ব্লগার অ্যান্ডি অস্ট্রয় বলেন, হুম। এখন আমার এটা মনে হচ্ছে।

পোস্টটি করার ৪৫ মিনিট পর তাতে ফেভারিট রিঅ্যাক্ট করেন মেলানিয়া। দৃশ্যত সাহায্য পাওয়ার জন্য তার এ ক্রন্দন বা রিঅ্যাক্ট ছিল ভুল বা দুর্ঘটনাবশত। কিংবা কিছু সময়ের জন্য তিনি আইডি’র নিয়ন্ত্রণও হারিয়ে থাকতে পারেন। তবে এক্ষেত্রে প্রথম আশঙ্কাটাই সত্যি হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১০ সালের জানুয়ারিতে টুইটারে এই অ্যকাউন্টটি খোলেন মেলানিয়া ট্রাম্প। সেই থেকে এখন পর্যন্ত এটা তার ফেভারিট রিঅ্যাক্ট করা দ্বিতীয় টুইট। আর প্রথম ফেভারিট’টি ছিল মেলানিয়ার নিজের করা একটি পোস্টে। ২০১২ সালের মে মাসে করা ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘হ্যালো টুইটার!

টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় অবশ্য ভুলবশত এমন ফেভারিটেরও অনেক নজির রয়েছে। তবে মেলানিয়ার ফেভারিট’টি আদৌ ভুলবশত নাকি ইচ্ছাকৃত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?