X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ার নিরাপদ অঞ্চলে মার্কিন বিমানের উড্ডয়ন নয়: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ২০:২৮আপডেট : ০৫ মে ২০১৭, ২০:৩১

সিরিয়ার নিরাপদ অঞ্চলে মার্কিন বিমানের উড্ডয়ন নয়: রাশিয়া গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় সেফ জোন বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় বৃহস্পতিবার একটি চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া, তুরস্ক ও ইরান। কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুদিনব্যাপী শান্তি আলোচনায় সংঘর্ষপীড়িত চারটি এলাকায় এসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এসব এলাকার আকাশ মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানের জন্য বন্ধ থাকবে। আস্তানা বৈঠকে রুশ প্রতিনিধিদলের প্রধান আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ বৈঠকের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস-এপি।

নিরাপদ অঞ্চল ঘোষিত চারটি এলাকায় সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ বলেন, নিরাপদ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান তৎপরতার কোনও স্থান রাখা হয়নি। এছাড়া আগামী ছয় মাসের জন্য সেখানকার আকাশ আসাদ বাহিনীর জঙ্গিবিমানের জন্যও বন্ধ থাকবে। এর অন্যথা হলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে।

আস্তানায় সিরিয়া বিষয় চতুর্থ শান্তি বৈঠক শেষ হওয়ার একদিন পর রুশ কূটনীতিক আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ এ খবর জানালেন। তিনি বলেন, আস্তানা বৈঠকে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, নিরাপদ অঞ্চলগুলোতে পর্যবেক্ষক পাঠাতে পারবে রাশিয়া। এছাড়া তুরস্ক ও ইরান একমত হলে তৃতীয় পক্ষের পর্যবেক্ষকদেরও নিরাপদ অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।

এর আগে চলতি সপ্তাহেই সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় একমত হয় রাশিয়া ও তুরস্ক। বুধবার রাশিয়ার সোচি শহরের কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ সময় দুই নেতা সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ওপর জোর দেন।

সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়া ও তুরস্কের একটি যুগপৎ অবস্থান রয়েছে। এতে পরিস্থিতি শান্ত হবে। যুদ্ধ বন্ধে এটা ইতিবাচক ভূমিকা রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, তার বিশ্বাস সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এরদোয়ান বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতিতে সহযোগিতা করতে আমরা উভয়েই একমত। রাজনৈতিক সংলাপের নিশ্চয়তার জন্য সব ধরনের সংঘাত বন্ধ করতে হবে। এর মাধ্যমেই সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা সম্ভব। সূত্র: এপি, বিজনেস ইনসাইডার, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ