X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতে আরও পাঁচ বাংলাদেশি আটক

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৭, ১৪:১৮আপডেট : ০৮ মে ২০১৭, ১৪:২১
image

আটকের প্রতীকী ছবি বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ভারতের কর্নাটকের বেলাগাভি থেকে সাত বাংলাদেশিকে আটকের একদিন পর একই এলাকা থেকে আরও ৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। রবিবার (৭ মে) বেলাগাভি পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, আটককৃতরা মাংসের দোকানে কাজ করতো। তাদের নাম, হাবিব উর শেখ, রাকিব-উল-শেখ, ইকরাম আবুল কায়ার, মোহাম্মদ মোল্লা এবং ইব্রাহিম ইয়াকুব ইউসূফ।

এর আগেরদিন শনিবার অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশিকে আদালতে তোলা হয়। ফরেইনার্স অ্যাক্টের আওতায় ওই ৭ বাংলাদেশির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। পরে তাদের ছয়জনকে বিচারিক হেফাজতে এবং আরেক বাংলাদেশিকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়।

সে ৭ অভিযুক্তের নামও প্রকাশ করে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ আলামিন বেপারি (৩০) আব্দুল হাই (৬০) রোহান শেখ (২১) হান্নান সাব্বির (২২) আকিব আলি হোসেন (২০), হাফিজউল্লাহ ইসলাম এবং আনজুম মাধু (৩৭)।

পুলিশের উপ কমিশনার রাধিকা জানান, ভারতীয় একটি পাসপোর্ট নিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করার সময় পুনেতে অভিবাসন কর্মকর্তারা আলামিন বেপারিকে আটক করে। তিনি বলেন, ‘পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষের ইস্যু করা একটি বৈধ পাসপোর্ট আলামিন বেপারির কাছে ছিল। সেখানে বেপারিকে বেলাগাভির বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে। বেপারি কান্নাদা, মারাঠি কিংবা ইংরেজী বলতে পারেন না। তার হিন্দি বলার ধরনও আলাদা। আর সেকারণে অভিবাসন কর্মকর্তাদের মনে সন্দেহ তৈরি হলে তাকে দুবাই যেতে বাধা দেওয়া হয়।’

বেপারির তথ্য অনুযায়ী পরবর্তীতে বাকি ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। কয়েক বছর ধরে তারা অটো নগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিল বলে অভিযোগ করা হয়েছে।

বেপারির কাছে আধার কার্ড, প্যান কার্ড ও এপিক কার্ডসহ সব ধরনের কাগজপত্র ছিল যার মধ্য দিয়ে সহজে পাসপোর্ট পেতে সমর্থ হয় সে।

/এফইউ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা