X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হককে ব্রেক্সিট-বিরোধীদের সমর্থন

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ মে ২০১৭, ০৮:২৩আপডেট : ১৯ মে ২০১৭, ০৮:২৭
image

রুপা হক যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হককে ব্রেক্সিট-বিরোধী বিভিন্ন গ্রুপ সমর্থন দিয়েছে। গ্রিন পার্টি তাকে সমর্থন দিয়ে এবার তার নির্বাচনি এলাকায় কোনও প্রার্থী রাখেনি।    

লেবার পার্টির এই এমপি তার নির্বাচনি এলাকা ইয়েলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে ২০১৫ সালে মাত্র ২৭৪ ভোটে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এক হাজার ৮৪১ ভোট পেয়েছিলেন গ্রিন পার্টির প্রার্থী। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারাতে এবার গ্রিন পার্টি সেখানে কোনও প্রার্থী রাখেনি।

রুপা হক গ্রিন পার্টির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘স্থানীয় গ্রিন পার্টি জানে, এমপি হিসেবে আমি একান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিরোধিতা করেছি এবং সে অনুযায়ী ভোট দিয়েছি। সামনেও ওই বিরোধিতা অব্যাহত রাখব। আমার মতে তা হলো ইয়েলিং, অ্যাক্টন এবং চিসউইকের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো।’

এ প্রসঙ্গে গ্রিন পার্টির মার্ক ড্যানিয়েল বলেন, ‘এমপি হিসেবে রুপা হক তার নির্বাচনি এলাকায় বেশ শ্রদ্ধাভাজন। এমনকি ওই এলাকায় যারা লেবার পার্টির সমর্থন নন, তাদের কাছেও রুপার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রুপার সংখ্যাগরিষ্ঠতা খুবই কম। তাই আমরা ভেবেছি, নিজেদের প্রার্থিতা সরিয়ে নিলে তার ভোট বাড়বে। যদি আমরা নিজেদের সমর্থকদের বলি যে, এখানে এমন একজন প্রার্থী রয়েছেন, যিনি গ্রিন পার্টির ইস্যুগুলোকে সমর্থন করেন, তাহলে আশা করি, তা রুপার ভোটের পার্থক্য বাড়াতে সাহায্য করবে।’

গ্রিন পার্টি ছাড়াও রুপাকে সমর্থন জানিয়েছেন, ব্রেক্সিট-বিরোধী বিভিন্ন গ্রুপ। যাদের মধ্যে ব্রেক্সিট-বিরোধী প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখা জিনা মিলারও রয়েছেন।

তবে ইয়েলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন নির্বাচনি এলাকায় গ্রিন পার্টি যেমন রুপাকে সমর্থন দিচ্ছে, তেমনি উগ্র-ডানপন্থী ইনডিপেন্ডেন্স পার্টিও (ইউকিপ) কনজারভেটিভ পার্টির প্রার্থী জয় মরিসিকে সমর্থন দিয়ে সেখানে কোনও প্রার্থী দিচ্ছে না।

/এসএ/টিএন/ 

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা