X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত যুক্তরাষ্ট্রের জন্য গভীর আঘাত: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ০৯:৫৪আপডেট : ১৯ মে ২০১৭, ১৬:০১
image

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে তদন্ত করায় যুক্তরাষ্ট্র গভীরভাবে আহত হয়েছে। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, তার নির্বাচনি প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘পুরো বিষয়টিতে আমাকে জড়ানো হয়েছে, যেখানে তাদের (রাশিয়া) সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতাই নেই।’

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনে রুশ সংযোগ তদন্ত প্রভাবিত করার জন্য তিনি সংস্থাটির পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সে অভিযোগও অস্বীকার করেন। কোমি ‘খুবই অজনপ্রিয়’ ছিলেন বলে দাবি করেন ট্রাম্প।

রুশ সংযোগ তদন্তে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এ পদক্ষেপটি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পক্ষই স্বাগত জানিয়েছে। 

মুলার ও কোমি

ট্রাম্প জানান, ‘রুশ সংযোগের তদন্ত যুক্তরাষ্ট্রের জন্য এক ভীষণ আঘাত, আর তা দেশকে দ্বিধাবিভক্ত করেছে।’ ট্রাম্প আরও জানান, এসব বিতর্ক এড়িয়ে রাষ্ট্র পরিচালনার কাজে মন দিতে চান তিনি।

এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, ‘ইতিহাসে কোনও রাজনীতিক এতো অন্যায্য আচরণের শিকার হননি।’  

এদিকে, গত সপ্তাহে হোয়াইট হাউসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প গোপন নিরাপত্তা তথ্য ফাঁস করেছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমে অভিযোগ উঠে। ওই বৈঠকে কথোপকথনের লিখিত কপি মার্কিন কংগ্রেসের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয় রাশিয়া। তবে এ রুশ প্রস্তাবকে অনধিকার চর্চা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি।

তিনি বলেছেন, ‘এখন ট্রাম্প এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হতে দিলে এ সংক্রান্ত সকল ধোঁয়াশা দূর হয়ে যাবে।’

/এসএ/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ