X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে পরিবেশ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান পোপের

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৭:৩৮আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:৩৪
image

পোপ ও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠাকারী হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার (২৪ মে), দুইজনের মধ্যকার প্রথম বৈঠকে পোপের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পও অঙ্গীকার করেছেন তিনি পোপের দেওয়া বার্তাটি মনে রাখবেন।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একে অপরকে নিয়ে তিক্ত বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প ও পোপ। প্রচারণাকালীন নিজেকে ‘গর্বিত খ্রিস্টান’ দাবি করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মেক্সিকো কংক্রিটের দেয়াল গড়ে তুলতে হবে।  আর এ বক্তব্যের সমালোচনা করে পোপ বলেছিলেন, ট্রাম্প প্রকৃত খ্রিস্টান নন। যিনি সেতু নির্মাণের কথা না ভেবে দেয়াল গড়ে তোলার কথা বলেন,তিনি কখনওই খ্রিস্টান হতে পারেন না। খ্রিস্টের জীবন দর্শন সম্পর্কেও তার কোনও ধারণা নেই। ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্য নিয়েও ক্ষুব্ধ ছিলেন পোপ।

একে অপরকে নিয়ে তিক্ত বাক্য বিনিময়কারী ও দুই ব্যক্তির মধ্যকার বৈঠক তাই অনেকের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছে। বুধবার পোপের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্প ভ্যাটিকান প্রাঙ্গণ সুইস গার্ডে প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানানো হয়। ছোট্ট একটি এলিভেটরে করে অ্যাপস্টলিক প্যালেসের তিন তলায় পৌঁছে যান ট্রাম্প। অভ্যর্থনা নিতে নিতে করিডোর পার হয়ে পোপের দেখা মেলে। সেখানে দুজন করমর্দন করেন। এরপর দোভাষীর উপস্থিতিতে একান্তে ৩০ মিনিটের বৈঠক করেন তারা।  

মেলানিয়া, ট্রাম্প, পোপ
বৈঠক শেষে পোপ ফ্রান্সিস ট্রাম্পকে একটি জলপাই গাছের ভাস্কর্য উপহার দেন। একে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘আমি চাই আপনি (ট্রাম্প)জলপাই গাছের মতো করে শান্তির দৃষ্টান্ত স্থাপন করবেন।’

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা শান্তিকে অবলম্বন করতে পারি।’

২০১৭ সালের শান্তির বার্তাবাহী একটি বার্তার স্বাক্ষরিত কপিও ট্রাম্পের হাতে তুলে দেন পোপ। এর শিরোনাম: ‘অসহিংসতা-শান্তির রাজনীতির একটি ধরন’। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে পরিবেশকে সুরক্ষার আহ্বান জানিয়ে বহুস্থানে পাঠানো পোপের একটি চিঠিও ট্রাম্পকে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পোপকে আশ্বস্ত করে বলেন, ‘ঠিক আছে, আমি এগুলো পড়ব।’

ট্রাম্পও পোপকে প্রয়াত মার্কিন নেতা মার্টিন লুথার কিং-এর লেখা বইয়ের প্রথম পাঁচটি সংস্করণ উপহার দেন।

/এফইউ/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ