X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে ‘বড় চমক’ দিতে চায় উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১২:৩৮আপডেট : ৩০ মে ২০১৭, ১২:৩৮
image

যুক্তরাষ্ট্রকে ‘বড় চমক’ দিতে চায় উ. কোরিয়া

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সোমবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ‘হসং’ রকেট শ্রেণির। স্কাড মিসাইলকে বোঝাতে উত্তর কোরিয়া এই নামই ব্যবহার করে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাটি কিম সরাসরি পর্যবেক্ষণ করেন। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া একটি আধুনিক ও সংশোধিত স্কাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

কিম বলেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় তারা এমন আরও অস্ত্র তৈরি করবে। এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

মার্কিন নৌবাহিনী জানায়, তারা যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে আরেকটি পারমাণবিক মহড়া চালানোর পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার দাবি এসব মহড়া আসলে যুদ্ধেরই প্রস্তুতি। উত্তর কোরিয়ার অভিযোগ, কোরীয় উপদ্বীপে পারমাণবিক হামলা চালাতেই যুক্তরাষ্ট্রের এই মহড়া।

এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের প্রতিবেশী চীনের প্রতি অসম্মান প্রদর্শন করেছে। তবে চীন সামাল দিতে অনেক চেষ্টা করছে।’

সোমবারের ওই পরীক্ষাটি নিয়ে গত তিন সপ্তাহে তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। এর আগের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাই ছিল দূরপাল্লার। দুটো পরীক্ষাই সফল ছিল বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

চলতি বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে হয় দেশটিকে। তারপরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামায়নি উত্তর কোরিয়া। গত মাসে তাদের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছর দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার দাবি, মার্কিন আগ্রাসন রুখতে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জরুরি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আভাস দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকবে।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক