X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতাদের জামিন

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৬:৩১আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:৩১
image

বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতাদের জামিন

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় অভিযোগ গঠন করা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর জোশি প্রমুখ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিশেষ সিবিআই আদালতের বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিজেপি নেতাদের জামিন দিয়েছেন। বিজেপি নেতা বিনয় কাটিয়ার ও আর এক হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী রীতম্বরাও এদিন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া লালকৃষ্ণ আদভানির সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন লালকৃষ্ণ আদবানিসহ বিজেপি নেতৃত্ব ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দিতে আদালতে আবেদনও করেন। তবে আদালতে সে আবেদন খারিজ করে দেন।

বিজেপি নেতাদের জামিন পাওয়ার পর বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইড়ু জানান,এটা আইনি প্রক্রিয়া। আমাদের নেতারা নির্দোষ। সকলেই নির্দোষ প্রমাণিত হবেন। এর বেশি কিছু বলতে চাই না।

এর আগে আদালতে প্রবেশের আগে এই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী জানান, তাকে যেন কেউ অপরাধী না ভাবেন। এ বিজেপি নেতারা ছাড়া এই মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল, সাংসদ বিনয় কাটিয়ার, সাধ্বী রীতাম্বরা, বিষ্ণু হরি ডালমিয়া, রামজন্মভূমি ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, রামবিলাস বেদান্তি, বৈকুণ্ঠ লাল শর্মা ওরফে প্রেমজী, চম্পত রাই বনসল, ধর্মা দাস ও সতীশ প্রধানের।

কিছুদিন আগে সুপ্রিম কোর্টে ওই নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালানোর অনুমতির আবেদন জানিয়েছিল সিবিআই। তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে শেষমেশ রুল জারি করে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ জানায়, শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শুনানি হবে।

এর আগে আদভানি, যোশি ও উমাসহ ১৩জন শীর্ষ বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন হাজি মাহমুদ আহমেদ (বর্তমানে তিনি মৃত) নামে এক ব্যক্তি ও সিবিআই।

উল্লেখ্য, ১৯৯২ সালে ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ধ্বংস করে। ২৫ বছর আগে ওই হিন্দুত্ববাদী নেতারা বাবরি মসজিদে হামলায় উসকানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এই দাবি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি।

সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, এক জনসভায় দাঁড়িয়ে উসকানিমূলক বক্তৃতা দেন অভিযুক্ত এই নেতারা। কিন্তু নিম্ন আদালতে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাটি রাখা হয়নি।

/এসএ/এমএইচ/

সম্পর্কিত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি