X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১০:৪৫আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:০৫
image

প্যারিস চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন একটি ‘যথাযথ’ চুক্তি করতে চান, যেখানে বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে ঠকাতে পারবে না।

গত সপ্তাহে শিল্পোন্নত সাতটি দেশের জি-৭ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ব্যতিত অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসের বিষয়ে পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তখন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমি প্যারিস চুক্তি নিয়ে ওয়াশিংটনে পৌঁছে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

গত বছর নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে তিনি দেশের তেল ও কয়লা কোম্পানিকে সাহায্যের উদ্যোগ নেবেন। তখন মানুষের তৈরি এই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। সমালোচকদের মতে, ওই চুক্তি থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব হুমকির মধ্যে পড়বে।

ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুযায়ী, দু’বছর আগে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর সে মোতাবেক, বিশ্বের ১৯৫টি দেশের বাতাসে কার্বন দূষণের মাত্রা কমাবার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় শিল্পোন্নত সাত দেশ। প্যারিস চুক্তিতে ১৮৭টি দেশ স্বাক্ষর করেছিল। স্বাক্ষর না করা দুটি দেশ হলো সিরিয়া ও নিকারাগুয়া। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে স্বাক্ষর করেছিলেন। তবে এবার তা থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দিয়ে ট্রাম্প দাবি করেন, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হয়েছে, আর্থিক লোকসানের মুখোমুখি হয়ে নিঃস্ব হতে চলেছে দেশটি।

ট্রাম্প আরও দাবি করেন, ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার হারাচ্ছে। সেই সঙ্গে প্রায় ৬৫ লাখ মার্কিন জনগণ কর্মসংস্থান হারাচ্ছে। এর জায়গা চীন ও ভারত দখল করে নিচ্ছে বলেও জানান ট্রাম্প।

এ ভাষণেও ট্রাম্প তার স্বভাবসিদ্ধ উস্কানিমূলক কথা বলেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার জনগণকে সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। আর এজন্য প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে। আমরা চাই না, বিশ্বের অন্যান্য দেশ আমাদের নিয়ে হাসি-তামাশা করুক।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাকে পিটসবার্গের জনগণ ভোট দিয়ে জয়ী করেছেন, প্যারিসের জনগণ না। আমি এ চুক্তি থেকে সরে এসে নতুন চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে না।’

/এসএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের