X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কোমি ও রুশ সংযোগ নিয়ে প্রশ্নের মুখে অ্যাটর্নি জেনারেল

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১০:২৫আপডেট : ১২ জুন ২০১৭, ১০:২৫
image

কোমি ও রুশ সংযোগ নিয়ে প্রশ্নের মুখে অ্যাটর্নি জেনারেল

এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হবে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে। মঙ্গলবার সিনেটের শুনানিতে কথা হবে রুশ সংযোগ নিয়েও। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুনানি জনসমক্ষে না রুদ্ধদ্বার বৈঠক হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। নির্বাচনী প্রচারণা থেকেই ট্রাম্পের সহযোগী সেশনকে জিজ্ঞাসবাদই হবে রুশ সংযোগ নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কারও শুনানি। মাধ্যমে  

ডেমোক্রেট সিনেট নেতা চাক শুমার এবং সিনেটর জ্যাক রিড প্রশ্ন তুলেছেন সেশন কেন রুশ সংযোগের ইস্যু টেনে কোমির বরখাস্তের সঙ্গে সংশ্লিষ্ট ছিলো যেখানে তিনি নিজেই এই ইস্যু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফক্স নিউজকে রিড বলেন, ‘এটা অবশ্যই অনেক বড় বিষয় যে অ্যাটর্নি জেনারেল কেন এই বিষয়ে সংশ্লিষ্ট থাকবেন।

নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরই প্রত্যাখান করে এসেছে রাশিয়া। হোয়াইট হাউসও দাবি করে এমন কিছু হয়নি।

শনিবার এক চিঠির মাধ্যমে সেশন বলেন, তিনি কোমি ইস্যুতে সিনেট কমিটির শুনানিতে অংশ নেবেন। তবে এটা প্রকাশ্যে না রুদ্ধদ্বার হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ডেমোক্রেটরা অবশ্য দাবি করছে শুনানি প্রকাশ্য হলেই ভালো।

বিচার বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেশন হয়তো রুদ্ধদ্বার শুনানিতেই অংশ নেবেন। তবে বিষয়টা রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার এর উপর নির্ভর করছে। সেশনের মুখপাত্র সারাহ ইসগুর ফ্লোরেস বলেন, তিনি জানেন না শুনানি কেমন হবে। এটা আসলে কমিটির বিষয়।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছে সিনেটের সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্স। বৃহস্পতিবার সিনেট প্যানেলে সাক্ষ্য দিতে গিয়ে কোমি অভিযোগ করেন, ২০১৬ সালের নির্বাচনে রুশ সংযোগের তদন্ত বাধাগ্রস্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছেন। নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত থেকে মার্চে নিজেকে সরিয়ে নেন জেফ সেশনস। তবে তার দাবি, গত বছর রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার বিষয়টি প্রকাশ না করে তিনি ভুল কিছু করেননি।

উল্লেখ্য, সিনেট প্যানেলে কোমির শুনানিতে জেফ সেশনসের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্পর্কের বিষয়ও উঠে আসে। নির্বাচনি প্রচারণার সময় কিংবা ট্রাম্পের শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ও অন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে সেশনস গোপন বৈঠক করেছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

/এমএইচ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে