X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে আবারও সংবিধান লঙ্ঘনের মামলা

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ১৫:৪৫আপডেট : ১৩ জুন ২০১৭, ১৬:১০
image

দুই মার্কিন অ্যাটর্নি
সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ম্যারিল্যান্ড ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার দুই অ্যাটর্নি জেনারেল। ওই মামলার অভিযোগে তারা বলেছেন, আন্তর্জাতিকভাবে ব্যবসায়ের সঙ্গে ট্রাম্প নিজেকে এখনও জড়িয়ে রেখেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করছেন। এতে 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা স্পষ্টত মার্কিন সংবিধানের লঙ্ঘন।
উল্লেখ্য 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' হলো সেই পরিস্থিতি, যখন কোনও একজন ব্যক্তির ব্যক্তিগত অর্জনে তার অফিশিয়াল ক্ষমতার ব্যবহার হয়।

মার্কিন বাতা সংস্থা এপি জানায়, ম্যারিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল ব্রায়ান ফ্রোশ এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি কার্ল রেসিন সোমবার একটি সংবাদ সম্মেলন করেন। সেসময় তারা জানান,  ম্যারিল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্পের রিয়েল এস্টেট ও বিজনেস হোল্ডিংস সংবিধানের স্বল্প পরিচিত একটি অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। ওই অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট ও অন্য সরকারি কর্মজীবীরা কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি উপহার এবং অর্থ গ্রহণ করতে পারেন না।

ফ্রোশ বলেন, ‘প্রেসিডেন্টের স্বার্থের দ্বন্দ্ব আমাদের গণতন্ত্রকে হুমকিতে ফেলেছে।’

একইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা গ্রহণ যে সংবিধানের একটি অনুচ্ছেদকে লঙ্ঘন করে তা নিয়ে প্রশ্ন উঠেছিল ট্রাম্পের দায়িত্বগ্রহণের আগেই। তবে ট্রাম্প ও তার অ্যাটর্নিদের দাবি, হোটেল রুমের ভাড়া ও রিয়েল এস্টেট বেচা-বিক্রির অর্থের মতো ন্যায্যমূল্যের লেনদেনের বিষয়টি ওই অনুচ্ছেদের আওতামুক্ত।

সংবিধান লঙ্ঘন নিয়ে যে এবারই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মামলা হলো তা নয়। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথগ্রহণের কয়েক দিন পর ওয়াশিংটনভিত্তিক সরকারি ওয়াচডগ সিটিজেনস ফর রেসপনসিবিলিটি এন্ড এথিকস নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট একটি ফেডালের মামলা দায়ের করেছিলেন।

/এফইউ/ 




 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!