X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:২৬
image





মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় বাধা প্রদানের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প-টিমের সঙ্গে রাশিয়ার নির্বাচনকালিন সংযোগ-এর চলমান তদন্ত কাজে তিনি বাধা সৃষ্টি করছেন কিনা, নতুন তদন্তে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ। বিভাগের পরামর্শক রবার্ট মুলার ওই তদন্ত কাজের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প-১১


রুশ সংযোগ নিয়ে ট্রাম্পের দলের লোকজনের বিরুদ্ধে এতোদিন ধরে যে সব তদন্ত চলছে, সেগুলোর কোনওটিতেই ট্রাম্প নিজে তদন্তাধীন ছিলেন না। এবার প্রথমবারের মতো তিনি নিজে তদন্তের আওতাভূক্ত হলেন।
নভেম্বরের নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে সহায়তা দিতে রাজি হয়েছেন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারাও। এই সপ্তাহেই জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস, জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক অ্যাডমিরাল মাইক রজার্স ও তার সহকারী রিচার্ড লেজেটসহ পাঁচজন কর্মকর্তাকে জেরা করা হবে বলে জানায় সংবাদমাধ্যমটি। ট্রাম্প তাদের তদন্তে বাধা সৃষ্টি করেছেন কিনা, তা নিয়ে মুলারের প্রশ্নের উত্তর দেবেন তারা।
২২শে মার্চ ড্যানিয়েল কোটস সহকর্মীদের বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর চাপ সৃষ্টি করেছিলেন৷ তার অভিযোগ, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের বিরুদ্ধে এফবিআই যেন তদন্ত বন্ধ করে দেয়, সেই উদ্দেশ্যে তখনকার এফবিআই প্রধান জেমস কোমির কাজে হস্তক্ষেপ করতে বলেছিলেন ট্রাম্প৷ ২২ মার্চের সেই বৈঠকের পর ট্রাম্প কোটস ও রজার্সের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন। তিনি বিবৃতিতে দিয়ে সবাইকে জানাতে বলেন যে নির্বাচনে কোনওপ্রকার রুশ সংযোগ ছিলো না।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, কোটস তার সহযোগীদের বলেছেন যে ট্রাম্প তাকে কোমির ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেছেন। রুশ সংযোগ নিয়ে সবার নজর যেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের উপর থেকে সরে যায় তাই চেয়েছিলেন ট্রাম্প। তদন্তে ঠিক এই বিষয়টি প্রমাণের ব্যাপারে আগ্রহী মুলার।
বুধবার সিনেটরদের নিজের কাজ সম্পর্কে জানান মুলার। সিনেট ইন্টিলিজেন্স কমিটির ডেমোক্রেট নেতা মার্ক ওয়ার্নার মুলারের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন। তবে এর বিষয়বস্তু সম্পর্কে বলতে অস্বীকৃতি জানান তিনি।
রিপাবলিকান ন্যাশনাল কমিটি এই প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছ। সংস্থার প্রধান রোনা ম্যাকডেনিয়েলে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন সম্পর্কে বলেছেন, ‘এতে কিছুই পাল্টাবে না।’ এক বিবৃতিতে তিনি বলেন, ‘তদন্তকাজে বাধা দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর বর্তমান ও সাবেক নেতারাও বারবার একথা বলেছেন। এসব ফাঁস অবশ্যই অবৈধ।’
ট্রাম্প রবার্ট মুলারকে বরখাস্ত করতে চাইছেন, ক’দিন আগে এমন গুঞ্জন উঠেছিল। এবার মুলারের হাতেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে বলে খবর বের হল। বিশেষজ্ঞরা বলতে চাইছেন, মুলারকেও স্বাধীনভাবে কাজ করতে দিতে চাইছেন না ট্রাম্প। সে কারণেই ওই বাধা।
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!