X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাতার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২৩:৫৬আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২৩:৫৮

কাতার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের কাতার ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। সংকট নিরসনে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং আরব দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া একই ধরনের আহ্বান জানিয়েছে জার্মানি ও ফ্রান্স।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নং ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে এ ব্যাপারে থেরেসা মে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সঙ্গে ফোনে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। দুই নেতা মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে  চলমান সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন ফরাসি প্রেসিডেন্ট।

কাতার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের

সৌদি আরব সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল-ও শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের তাগিদ দিয়েছেন। জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তাগিদ দেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি কাতার আমাদের দেওয়া শর্তের ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে।

এদিকে উপসাগরীয় সংকট নিরসনে কাতারের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কেবল হৃদ্যতাপূর্ণ আলোচনা ও দেশটির ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখানোর মাধ্যমেই চলমান সংকটের সমাধান সম্ভব। আঙ্কারায় কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন মোহাম্মদ আল আতিয়াহ’র সঙ্গে বৈঠককালে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক এসব কথা বলেন।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রী আল আতিয়াহ বলেন, তার সফরের এ উদ্দেশ্য হচ্ছে সেখানে থাকা তুরস্কের সামরিক ঘাঁটি নিয়ে কথা বলা। তিনি বলেন, কাতার এবং তুরস্ক এক ঐতিহাসিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আর আমার সফরের উদ্দেশ্য হল সেই বন্ধনকে আরো সুসংহত ও দৃঢ় করা। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস