X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ১৩:১৪আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৩:১৫
image

নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল পৌঁছেছেন নরেন্দ্র মোদি। তাকে লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু। হিন্দিতে জানিয়েছেন স্বাগত। মোদি জবাব দিয়েছেন হিব্রু ভাষায়।

নেতানইয়াহু বলের, ‘আমরা অনেকদিন ধরেই এমন মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আদতে আমরা ৭০ বছর অপেক্ষা করেছি।’ এসময় তিনি মোদিকে বন্ধু বলে অভিহিত করেন।

নেতানইয়াহু তার জেরুজালেমের বাড়িতে মোদিকে আমন্ত্রণ জানান। তবে মোদি থাকছেন বিশ্বের সবচেয়ে নিরাপদ হোটেলে। এমনটাই দাবি করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। কিং ডেভিড হোটেলে তার জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

মোদি ও তার সফরসঙ্গীদের জন্য মোট ১১০টি ঘর দিয়েছে হোটেলটি। হোটেলের ম্যানেজার জানান, ‘আমরা এখানে ক্লিনটন, বুশ ও ওবামাকে আতিথিয়েতা দিয়েছি। কিছুদিন আগে ট্রাম্পও এখানে থেকেছেন। এখন আমাদের সঙ্গে নরেন্দ্র মোদি রয়েছেন।’

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইাহুর সঙ্গে বৈঠক করবেন। নেতানিয়াহু মোদির এই সফরকে 'ঐতিহাসিক' বলে মন্তব্য করছেন।

সফরে সাইবার প্রযুক্তি, প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, এই তিনটি ক্ষেত্রেই ভারত-ইসরায়েল সহযোগিতার কথা ঘোষণা করা হবে।  তবে ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও মোদির বৈঠকের কোনো সম্ভাবনা নেই।

২৫ বছর আগে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও এখনও পর্যন্ত দেশটির কোনও রাষ্ট্র বা সরকারপ্রধান তেল আবিব সফর করেননি। তবে বিগত বছরগুলোতে প্রতিরক্ষা ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করছে দুই দেশ। বর্তমানে ভারতে তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল। মোদির সফরে নতুন কোনও সামরিক চুক্তি সম্পাদিত হলে তা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, প্রতি বছর দুই দেশের মাঝে ১০০ কোটি ডলারের অস্ত্র ব্যবসা হয়। এই আলোচনায় দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সিস্টেমের মতো সামরিক সরঞ্জাম কেনাবেচা নিয়েও কথা বলবেন দুই নেতা।

/এমএইচ/

সম্পর্কিত
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস