X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

'প্রয়োজনে' উ. কোরিয়ায় সামরিক আগ্রাসন: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ০৯:১৯আপডেট : ০৬ জুলাই ২০১৭, ০৯:২২
image





জাতিসংঘে উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এ কথা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে 'প্রয়োজনে উল্লেখযোগ্য পরিমাণ' সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।


উ. কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র





মঙ্গলবার (৪ জুলাই) সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে প্রথমবারের মতো শীর্ষ নেতা কিম জং উন-এর তত্ত্বাবধানে হোয়াসং-১৪ নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের ২৪১তম স্বাধীনতা দিবস ছিল ওই দিনটিতে। কিম জং উন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমেরিকানরা ৪ জুলাই স্বাধীনতা দিবসে পাঠানো এ উপহারটি নিয়ে খুব একটা খুশি হতে পারবে না।’
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বুধবার ১৫ সদস্য দেশ রুদ্ধদ্বার বৈঠক করে। সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি উত্তর কোরিয়ার সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষাকে ‘মারাত্মক সামরিক উস্কানি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব আনা হবে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন প্রতিনিধি
মঙ্গলবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আন্তমহাদেশীয় ছিলো এবং এটি যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম বলে স্বীকার করেছে মার্কিন প্রশাসন। মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তর কোরিয়া সংকটের কূটনৈতিক সমাধানের পথ হঠাৎ করে রুদ্ধ হয়ে গেল। সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের রক্ষা করার জন্য ওয়াশিংটন নিজের সর্বশক্তি প্রয়োগ করার জন্য তৈরি আছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের অন্যতম শক্তি হচ্ছে আমাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা। বাধ্য হলে আমরা তা প্রয়োগ করব, তবে সে পথে হাঁটাকে আমরা পছন্দ করি না।” এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পরিচালিক পরীক্ষাকে বিশ্বের প্রতি নতুন হুমকি উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে গ্রহণ করবে না। এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। বুধবার ১৫ সদস্য দেশ রুদ্ধদ্বার বৈঠক করবে বলে জানা গেছে।
/বিএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী