X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন

মার্কিনবিরোধী রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের খবর ফাঁস

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১০:১১আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১১:০২
image

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাওয়ার পর মার্কিনবিরোধী এক রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন তার ছেলে, জামাতা ও নির্বাচনের ক্যাম্পেইন ম্যানেজার। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ট্রাম্প জুনিয়রের পক্ষ থেকে ওই বৈঠকের কথা স্বীকার করা হলেও নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, বৈঠকে মার্কিন নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি, আলোচনা হয়েছে মার্কিন নাগরিকদের রুশ শিশু দত্তক নেওয়ার বিষয়ে। তবে টাইমস-এর প্রতিবেদনে দত্তকের বিষয়টি দুই রাষ্ট্রের নীতিগত বিষয় উল্লেখ করে ওই আইনজীবীর সঙ্গে ক্রেমলিনের ঘনিষ্ঠতার প্রমাণ হাজির করা হয়েছে।
মার্কিনবিরোধী রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের খবর ফাঁস

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৯ জুন ট্রাম্প টাওয়ারে তারা প্রথম বৈঠক করেন। সরকারি তথ্য ও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্টের তিন ঘনিষ্ঠের সঙ্গে সেদিন কথা হয় এক রুশ নাগরিকের। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন ট্রাম্পের ছেলে। তিনি দা্বি করেন এটা একটি সৌজন্য সাক্ষাত ছিলো। তিনি বলেন, বৈঠকটি মূলত রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা।

ট্রাম্প জুনিয়র বলেন, ‘সেই সময় আমরা নির্বাচন নিয়ে কোনও কথা বলিনি। পরিচিত হবার জন্য আমরা সবাই সেদিন একত্রিত হয়েছিলাম।’

২০১৩ সালের ১ জানুয়ারি থেকে মার্কিন নাগরিকদের রুশ শিশু দত্তক নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ভ্লাদিমির পুতিন। ঘটনার শুরু হয় ২০০৯ সালে মার্কিন পরিবারে বড় হওয়া এক রুশ শিশু একা রাশিয়া ফিরে আসার পর। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি পরিবারে বড় হয় জাস্টিন হ্যানসেন নামে ওই রুশ শিশু। সে বছরের ৮ এপ্রিল হঠাৎ একা একা বিমানে চেপে মস্কো এসে হাজির হয় সে। হাতে একটা চিরকুটে লেখা ছিলো, ‘এ ছেলে খুবই উচ্ছৃঙ্খল। সে ভয়ংকর সব সহিংস কাজকর্ম করছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।’ বৈধভাবে দত্তক নেওয়া একটি শিশুকে এভাবে বিনা নোটিশে ফেরত পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে রাশিয়া। এরপরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ওই আইনের ব্যাপারেই সেদিন বৈঠকে কথা হয়েছিলো বলে দাবি করেন ট্রাম্পের ছেলে।
টাইমস জানায়, বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়া দেশটির সাবেক যোগাযোগ মন্ত্রীর স্ত্রী। ২০০৯ সালে রাশিয়ার কারাগারে এক রুশ আইনজীবী মারা যাবার পর গত ডিসেম্বরে ম্যাগনিটস্কি অ্যাক্ট নামে একটি বিল পাস করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বেশকিছু সিনিয়র রুশ কর্মকর্তাদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হয়। এই মার্কিন নীতির বিরোধীতাকারী হিসেবে সুপরিচিত ভ্যাসেলনিতকায়া।

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি জি-২০ সম্মেলনে ট্রাম্প ও পুতিন বৈঠকে উড়িয়ে দেওয়ার একদিন পরই এমন প্রতিবেদন প্রকাশ করলো নিউ ইয়র্ক টাইমস। ২০১৬ মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করছে এফবিআই ও কংগ্রেসনাল কমিটি। জ্যারেড কুশনারের আইনজীবী জেমি গোরলিক বলেন, ‘কুশনার বেঠকে অল্প সময় ছিলেন। আর সেসময় তিনি তিনি ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে শতাধিক বৈঠক করেছিলেন। আর এই বিষয়ে তিনি সবসময়ই খোলামেলা কথা বলেন।’

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?