X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার বিরুদ্ধে অবরোধ জোরদারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের সিদ্ধান্ত আজ

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৫:৩৯
image

 

উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ জোরদারের মার্কিন খসড়া প্রস্তাবের ভবিষ্যত জানা যাবে আজ (শনিবার)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন জাতিংসঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে। খসড়া মার্কিন প্রস্তাবে নির্দিষ্ট রফতানি পণ্যের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এটি পাস হলে উত্তর কোরিয়ার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  উ. কোরীয় অবরোধ

কূটনীতিক সূত্রকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, ইস্পাত, আয়রনস্টোন, সিসা ও সামুদ্রিক খাবার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে, যা উ. কোরিয়ার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের ওই মার্কিন প্রস্তাবের ওপর শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯০০টা) নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ভোটে প্রস্তাবটি পাস হলে উত্তর কোরিয়া বার্ষিক ১০০ কোটি ডলারের রাজস্ব হারাতে পারে। 

জুলাই মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো আইসিবিএমের পরীক্ষা চালানো হয়। চলতি বছর সবমিলে উত্তর কোরিয়া ১৭টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। কোরিয়ান সেন্ট্রাল এজেন্সিকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে সে সময় বলা হয়, ‘উ. কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গর্ব প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমস্ত মূল ভূখণ্ডে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম’। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ওইসব আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদারের চেষ্টা চলছে। 

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে দেখে পিয়ংইয়ং। দেশটির নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের সবশেষ পরীক্ষার পর বলেন, এই পরীক্ষার দ্বারা প্রমাণ হয়েছে যে পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার আওতার মধ্যে রয়েছে। জবাব দিতে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালায়। পেন্টাগন সামরিক সক্ষমতাও বাড়িয়েছে কিন্তু একইসাথে হুঁশিয়ার করে দিয়ে বলেছে সংঘর্ষ হলে ব্যাপক বিপর্যয় হবে।   

বিশেষজ্ঞদের একাংশের ধারণা, দেশটি এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা যুক্ত করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। তারা বলছেন, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে টার্গেটে আঘাত করতে পারে না। অনেকেই আবার মনে করেন, যে হারে পিয়ংইয়ং এগিয়ে যাচ্ছে, তাতে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

/বিএ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু