X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৬৫ বছরের ফিলিস্তিনি এমপিকে গ্রেফতার করলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৮:৪১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৫১

৬৫ বছরের ফিলিস্তিনি এমপিকে গ্রেফতার করলো ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দেশটির একজন এমপিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। হামাস থেকে নির্বাচিত মোহাম্মদ আবু তীর নামের ওই এমপি’র বয়স ৬৫ বছর। শুক্রবার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা হলো। মাত্র দুই মাস আগে তিনি এক বছর পাঁচ কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়েছিলেন।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেত-এর পক্ষ থেকে গ্রেফতারকৃত মোহাম্মদ আবু তীর’কে হামাসের পশ্চিম তীরের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিন বেত জানিয়েছে, ৬৫ বছরের জীবনে ৩৩ বছরেরও বেশি সময় ইসরায়েলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন মোহাম্মদ আবু তীর। সামরিক এবং প্রশাসনিক সন্ত্রাসবাদের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ আবু তীর হামাস ও ‘সন্ত্রাসী অর্থায়নের’ সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

গত জুলাই থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আটক বা গ্রেফতার হয়েছেন কমপক্ষে ৪২৬ জন। নিহত হয়েছেন আট ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।

জুলাই মাসে ফিলিস্তিনিদের অন্তত ১২টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। আল আকসা মসজিদে ইসরায়েলের মেটাল ডিটেক্টরসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা বসানোকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। নজরদারি বসানোর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় ইসরায়েলি বাহিনী কর্তৃক নামাজরত মুসল্লিকে লাথি মারার মতো ঘটনাও ঘটে।

এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। ১৩ দিন ধরে চলে বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি এবং ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত হন আট ফিলিস্তিনি।

আটককৃত ৪২৬ জনের মধ্যে ৬৫ জনই শিশু। এরমধ্যে ৯ জনের বয়স ১২-এর নিচে। এছাড়া দুইজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক নারীকেও আটক করা হয়। আল-আকসার ইসলামিক আওকাফ বিভাগের ৫৮ সদস্যকেও গ্রেফতার করে ইসরায়েল। এছাড়া অন্তত ৮১ জন ফিলিস্তিনির আল  আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাবার বুলেট, শব্দবোমা, কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছেন কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি। ধসে পড়েছে ১২টি ভবন। এতে ৭ শিশুসহ গৃহহীন হয়েছেন ১৭ জন। সূত্র: মিডল ইস্ট আই।

/এমপি/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?