X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জাতিসংঘকে ক্ষমতাহীন আখ্যা দিয়ে কর্মকর্তার পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ১১:০৪আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৬:১৫
image

জাতিসংঘের সিরীয় সংকট সমাধানে ক্ষমতা নেই উল্লেখ করে পদত্যাগ করেছেন সংস্থাটির একজন তদন্ত কর্মকর্তা। সিরীয় সংকটের তদন্তে নিয়োজিত ছিলেন কার্লা দেল পোন্তে  নামের ওই কর্মকর্তা।  নিরাপত্তা পরিষদ না চাইলে ব্যক্তি হিসেবে তিনি কিছুই করতে পারেন না বলে অভিযোগ তুলেছেন তিনি। বলেছেন, জাতিসংঘের ওই সংকট নিরসনের ক্ষমতা নেই। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

দেল পোন্তে

সাবেক সুইস অ্যাটর্নি জেনারেল কার্লা দেল পোন্তে  ২০১২ সালের সেপ্টেম্বরে তিন সদস্য বিশিষ্ট সিরীয় তদন্ত কমিশনে যোগ দেন। সিরিয়ার রাসায়নিক হামলার পাশাপাশি ইরাকের ইয়াজিদি গোষ্ঠীর উপর হামলা, হাসপাতালে বোমা হামলাসহ বেশ কিছু ঘটনা তদন্ত করার কথা ছিলো তার। লোকারানো চলচ্চিত্র উৎসবে তিনি জানান, নিজের পদত্যাগপত্র তৈরি করে ফেলেছেন তিনি। তিনি বলেন, ‘আমি কমিশন থেকে পদত্যাগ করছি। তবে এটা কোনও রাজনৈতিক কারণে নয়। সেখানে আসলে আমার কিছুই করার নেই। আমরা একদমই ক্ষমতাহীন, অসহায়। সিরিয়ায় সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

এরআগে ওই নারী কর্মকর্তা রোয়ান্ডা এবং সাবেক যুগোস্লোভিয়ায় যুদ্ধাপরাধ তদন্তের দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, 'সিরিয়ায় আমি যা দেখছি সেট রোয়ান্ডা কিংবা যুগোস্লোভিয়ায় দেখিনি। এটা সত্যিই দুঃখজনক। এখানে কোনও বিচার ব্যবস্থাই নেই।’

পোন্তের মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া না জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের তদন্ত কমিশন কেবল তার পদত্যাগের ব্যাপারে অবগত হওয়ার কথা জানিয়েছে। তবে তদন্তকাজ থামবে না বলে জানিয়ে দিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সিরিয়ার অসহায়দের নিয়ে কাজ করতে দায়বদ্ধ। আমরা এখানে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ বিষয়ে আমাদের তদন্ত চালিয়ে যাবো ‘
দেল পোন্তের পদত্যাগের পর কমিশনের আর দুইজন সদস্য থাকলেন। ব্রাজিলের পাওলো পিনহেইরো ও যুক্তরাষ্ট্রের কোনিং আবু জায়েদ।  

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ